ফোন দেখে যায় চেনা

আপনি শুধু একটা ফোন হাতে নিয়েই ফোনটার মালিক সম্পর্কে বিস্তারিত বলে দিতে পারবেন। সে জন্য আপনাকে ফোনটির কিছু বিষয় খেয়াল করতে হবে। কোন কোন বৈশিষ্ট্য ফোনের মালিক সম্পর্কে কী কী জানতে পারে? জানাচ্ছেন সোহাইল রহমান, এঁকেছেন শিখা

* ওয়ালপেপার ভারতীয় বা কোরিয়ান কোনো নায়কের ছবি

* ফোনের কভার গোলাপি রঙের

* ফোনে ক্যান্ডিক্যাম, সুইট সেলফি, পিক আর্টের মতো অ্যাপসের সমাহার

* লুডো স্টার এবং ক্যান্ডি ক্রাশ বাদে আর কোনো গেম নেই

* চার্জ ৯০%-এর বেশি।

নিঃসন্দেহেবলাযায়, এটা অবশ্যই কোনো তরুণীর ফোন

* ফোনে কোনো ধরনের লক নেই

* অসংখ্য গেমে ভরপুর এবং সব গেমেই ওপরের লেভেলে অবস্থান

* দুটি সিমেই ব্যালান্স যথাক্রমে ৪১ পয়সা এবং ১ টাকা ১১ পয়সা

* ফোনে চার্জ ১৩%

* লাস্ট কল ডিউরেশন ৩৭ সেকেন্ডস

* ফোনটা সাইলেন্ট মোডে আছে

ফোনের মালিক একজন যুবক এবং সেই যুবক অতি অবশ্যই সিঙ্গল

* ফোনটা আদ্যিকালের মডেলের ফিচারফোন

* স্নেক এবং বাউন্স গেমে কোনো স্কোর নেই

* কন্টাক্টসের প্রথমেই ব্যালান্স চেক করার নম্বরটা ‘অ্যাকাউন্ট’ নামে সেভ করা

* স্ক্রিনের ওপর অনেকগুলো সিন না হওয়া মেসেজের নোটিফিকেশন

* অত্যন্ত উচ্চ স্বরের কোনো রিংটোন সেট করা

ফোনটির মালিক পঞ্চাশোর্ধ্ব কোনো পুরুষ বা নারী

* ফোনে তিন থেকে চার স্তরের লক সেট করা, গ্যালারি এবং মেসেজ বক্স আলাদাভাবে লকড

* ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো, ভাইবার, স্কাইপ-ধরনের যাবতীয় অ্যাপসের সমাহার

* লাস্ট কল ডিউরেশন ২ ঘণ্টা ১৩ মিনিট

* একটা নম্বর সেভ করা ‘বাবু’, বা ‘জান’ নামে

* ফোনটির আশপাশে গেলেই মালিক ছুটে আসে

ফোনটা একজন তরুণ প্রেমিকের