বহুনির্বাচনি প্রশ্ন

লিঙ্গ

১. কোন শব্দটি দ্বারা উভয় লিঙ্গ বোঝায়?

ক. বাঙালি খ. বিদ্বান

গ. সুন্দর ঘ. খাতা

২. নিচের কোন শব্দটির শুধু স্ত্রীবাচক হয়? ক. বিদূষী খ. চতুরা

গ. কর্ত্রী ঘ. সধবা

৩. নিচের কোন শব্দের শেষে ‘ইনী’ প্রত্যয় যোগ করে স্ত্রীবাচক শব্দ গঠিত হয়?

ক. চাকর খ. গোয়াল

গ. কামার ঘ. আধুনিক

৪. নিচের কোন শব্দটি দ্বারা কেবল পুরুষ বোঝায়?

ক. স্ত্রৈণ খ. শিষ্য

গ. এয়ো ঘ. অজ

৫. ‘অনাথ’ শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি?

ক. অনাথী খ. অনাথিনী

গ. অনাথা ঘ. অনাথীনী

৬. নিচের কোন শব্দে কেবল পুরুষ বোঝায়?

ক. বিপত্নীক খ. ডাক্তার

গ. দাই ঘ. মানুষ

৭. ‘ইকা’ প্রত্যয়যোগে গঠিত স্ত্রীলিঙ্গের উদাহরণ কোনটি?

ক. কামারনী খ. সুকেশিনী

গ. অধ্যাপিকা ঘ. গরীয়ান

৮. নিচের কোনটি শুধু স্ত্রীবাচক শব্দ? ক. দাই খ. তরুণী

গ. ছাত্রী ঘ. পাঠিকা

৯. ‘হিম’ শব্দের বিপরীত লিঙ্গ কোনটি?

ক. হিমু খ. হিমাদ্রি

গ. হিমানী ঘ. হিমসী

১০. কোন শব্দের লিঙ্গান্তর হয় না?

ক. মানী খ. নেতা

গ. পতি ঘ. কৃতদার

১১. শব্দের শেষে ‘আনী’ প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি?

ক. হিমানী খ. গোয়ালিনী

গ. কুমারনী ঘ. বিদেশিনী

১২. ‘ইনী’ প্রত্যয়যোগে গঠিত স্ত্রীলিঙ্গ কোনটি?

ক. ধোপানি খ. হিমানী

গ. ইন্দ্রানী ঘ. বাঘিনী

১৩. কোন শব্দটি দ্বারা কেবল পুরুষ বোঝায়?

ক. বিপত্নীক খ. সন্তান

গ. শিশু ঘ. বিদ্বান

১৪. নিত্য পুরুষবাচক শব্দ কোনটি?

ক. শিক্ষক খ. কবি

গ. বিপত্নীক ঘ. ডাক্তার

সঠিক উত্তর

লিঙ্গ: ১. ক ২. ঘ ৩. খ ৪. ক ৫. খ ৬. ক ৭. গ ৮. ক ৯. গ ১০. ঘ ১১. ক ১২. ঘ ১৩. ক ১৪. গ


মো. আতিকুর রহমান, শিক্ষক
উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা