অত্যন্ত শব্দ ও কোলাহলে যে দূষণ ঘটে—শব্দদূষণ।
বাদশাহর পুত্র — শাহজাদা।
শুয়ে আছে এমন — শায়িত।
যিনি কোনো শিল্পকলার চর্চা করেন — শিল্পী।
দেশ চালায় যে — সরকার।
যে জমি উঁচু-নিচু নয় — সমতল ভূমি।
একসঙ্গে শব্দ করা বা কথা বলা — সমস্বরে।
জনসমাবেশ — সম্মেলন।
একত্রে অবস্থান — সমাবেশ।
রাখাইনদের নববর্ষ উত্সব — সাংরাই।
নিজের লোক — স্বজন।
সোনালি রঙের বুনোলতা — স্বর্ণলতা।
ভালো ভাগ্য — সৌভাগ্য।
বিভিন্ন জিনিস — সম্ভার ।
আকাশে চড়ে বেড়ায় যে — খেচর।
ব্যাকরণ জানেন যিনি — বৈয়াকরণ।