ষষ্ঠ শ্রেণি - বাংলা | বাক্যতত্ত্ব : বহুনির্বাচনি প্রশ্ন

বাক্যতত্ত্ব

২১. বাক্যের কয়টি অংশ?

ক. দুটি খ. তিনটি

গ. চারটি ঘ. পাঁচটি

২২. বাক্যে উদ্দেশ্য সম্বন্ধে যা কিছু বলা হয়, তাকে কী বলে?

ক. উদ্দেশ্য খ. বিধেয়

গ. বিবৃতি ঘ. পদক্রম

২৩. সঠিক বাক্য গঠন করতে হলে বাক্যে—

i. ক্রিয়াপদ থাকতে হবে

ii. পদের বিন্যাস ঠিক রাখতে হবে

iii. শব্দের সঙ্গে বিভক্তি থাকতে হবে

নিচের কোনটি সঠিক?

ক. i খ. i ও ii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৪. কোনটি জিজ্ঞাসাবোধক বাক্য?

ক. কী খেলাই খেললে

খ. তুমি অবশ্যই খেলবে

গ. আমি খেলব না

ঘ. তুমি কি খেলছ

২৫. কোনটি বিবৃতিমূলক বাক্য?

ক. তুমি বলতে চাও কী

খ. পরীক্ষায় সফল হও

গ. তোমার মঙ্গল হোক

ঘ. সে আজ যাবে

২৬. কোনটি বিস্ময়সূচক বাক্য?

ক. কী করবে খ. সবার মঙ্গল হোক

গ. জয়ী হও ঘ. বাহ! কী সুন্দর ফুল!

২৭. ‘সে কি যাবে?’—এটি কী ধরনের বাক্য?

ক. আদেশসূচক বাক্য

খ. বিস্ময়সূচক বাক্য

গ. বিবৃতিমূলক বাক্য

ঘ. জিজ্ঞাসাবোধক বাক্য

২৮. ‘তোমাকে আজই যেতে হবে’—এটা কী ধরনের বাক্য?

ক. বিস্ময়মূলক খ. আদেশসূচক

গ. প্রার্থনামূলক ঘ. বিবৃতিমূলক

২৯. বিভিন্ন পদ পরস্পর অর্থপূর্ণভাবে সাজিয়ে কী তৈরি হয়?

ক. ধ্বনি খ.শব্দ

গ. বাক্য ঘ. বিভক্তি

৩০. বাংলা বাক্যের গঠনপ্রক্রিয়া হলো—

i. কর্তা+কর্ম+ক্রিয়া

ii. কর্ম+কর্তা+ক্রিয়া

iii. কর্তা+ক্রিয়া+কর্ম

নিচের কোনটি ঠিক?

ক. i খ. ii

গ. i ও ii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

বাক্যতত্ত্ব: ২১.ক ২২.খ ২৩.ঘ ২৪.ঘ ২৫.ঘ ২৬.ঘ ২৭.ঘ ২৮.খ ২৯.গ ৩০. ক

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন