ষষ্ঠ শ্রেণি - বাংলা | বাক্যতত্ত্ব : বহুনির্বাচনি প্রশ্ন

বাক্যতত্ত্ব

১১. যেসব পদের সাহায্যে মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়, তাকে কী বলে?

ক. পদ খ. শব্দ

গ. বাক্য ঘ. বিভক্তি

১২. বাক্যের একক কী?

ক. উক্তি খ. বিভক্তি

গ. উপসর্গ ঘ. শব্দ

১৩. একটি সার্থক বাক্য গঠনে কী কী শর্ত থাকতে হয়?

ক. আসত্তি, যোগ্যতা ও আকাঙ্ক্ষা

খ. আকাঙ্ক্ষা, বাগ্বিধি ও যোগ্যতা

গ. আসত্তি ও যোগ্যতা

ঘ. আকাঙ্ক্ষা ও আসত্তি

১৪. প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহারে বাক্য কোন গুণটি হারায়?

ক. বাহুল্য খ. যোগ্যতা

গ. আকাঙ্ক্ষা ঘ. আসত্তি

১৫. ভাষা বিচারে একটা বাক্যের কয়টি গুণ থাকা আবশ্যক?

ক. ২টি খ. ৪টি

গ. ৩টি ঘ. ৫টি

১৬. বাক্যের অর্থসংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসকে কী বলে?

ক. আকাঙ্ক্ষা খ. আসত্তি

গ. যোগ্যতা ঘ. পূর্ণতা

১৭. বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, তাকে কী বলে?

ক. কর্তা খ. বিধেয়

গ. উদ্দেশ্য ঘ. লক্ষ্য

১৮. বিভিন্ন পদ পরস্পর অর্থপূর্ণভাবে সাজিয়ে কী তৈরি হয়?

ক. ধ্বনি খ. শব্দ

গ. বাক্য ঘ. বিভক্তি

১৯. বাক্যের ক্ষুদ্রতম অংশ কী?

ক. কারক খ. বিভক্তি

গ. উপসর্গ ঘ. শব্দ

২০. বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, তাকে কী বলে?

ক. কারক খ. বিধেয়

গ. উদ্দেশ্য ঘ. লক্ষ্য

সঠিক উত্তর

বাক্যতত্ত্ব: ১১.গ ১২.ঘ ১৩.ক ১৪.খ ১৫.গ ১৬.খ ১৭.খ ১৮.গ ১৯.ঘ ২০.গ

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন | পরবর্তী বহুনির্বাচনি প্রশ্ন