ষষ্ঠ শ্রেণি - বাংলা | বাক্যতত্ত্ব : বহুনির্বাচনি প্রশ্ন

বাক্যতত্ত্ব

১. যে কাজ করে, তাকে কী বলে?

ক. কর্ম খ. কর্তা

গ. ক্রিয়া ঘ. উদ্দেশ্য

২. বাক্যের শব্দকে কী বলে?

ক. ধ্বনি খ. পদ

গ. বাক্য ঘ. বিভক্তি

৩. ভাবগত দিক থেকে বাক্য কত প্রকার?

ক. ৩ খ. ৪

গ. ৫ ঘ. ৬

৪. যে বাক্যে কোনো কিছু বিবৃত করা হয়, তাকে কী বলে?

ক. বিস্ময়বোধক বাক্য

খ. অনুজ্ঞাবাচক বাক্য

গ. হাঁ-বোধক বাক্য

ঘ. বিবৃতিমূলক বাক্য

৫. বিবৃতিমূলক বাক্য কত প্রকার?

ক. ২ খ. ৩

গ. ৪ ঘ. ৫

৬. সংবাদ পাওয়ার জন্য শ্রোতাকে লক্ষ্য করে যে বাক্য বলা হয়, তাকে কী বলে?

ক. বিস্ময়বোধক বাক্য

খ. অনুজ্ঞাবাচক বাক্য

গ. জিজ্ঞাসাবোধক বাক্য

ঘ. বিবৃতিমূলক বাক্য

৭. যে ধরনের বাক্যে বিস্ময়, উচ্ছ্বাস ইত্যাদি আকস্মিক ও প্রবল আবেগ প্রকাশ পায়, তাকে কী বলে?

ক. বিস্ময়বোধক বাক্য

খ. অনুজ্ঞাবাচক বাক্য

গ. জিজ্ঞাসাবোধক বাক্য

ঘ. বিবৃতিমূলক বাক্য

৮. যে ধরনের বাক্যে অনুরোধ, আদেশ, প্রার্থনা, আশীর্বাদ, মিনতি ইত্যাদি প্রকাশ পায়, তাকে কী বলে?

ক. বিস্ময়বোধক বাক্য

খ. অনুজ্ঞাবাচক বাক্য

গ. জিজ্ঞাসাবোধক বাক্য

ঘ. বিবৃতিমূলক বাক্য

৯. পিয়াল সিনেমা দেখতে পছন্দ করে না।—এটি কোন ধরনের বাক্য?

ক. বিস্ময়বোধক বাক্য

খ. অনুজ্ঞাবাচক বাক্য

গ. জিজ্ঞাসাবোধক বাক্য

ঘ. না–বোধক বাক্য

১০. সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুন।—এটি কোন ধরনের বাক্য?

ক. বিস্ময়বোধক বাক্য

খ. অনুজ্ঞাবাচক বাক্য

গ. জিজ্ঞাসাবোধক বাক্য

ঘ. বিবৃতিমূলক বাক্য

সঠিক উত্তর

বাক্যতত্ত্ব: ১.খ ২.খ ৩.খ ৪.ঘ ৫.ক ৬.গ ৭.ক ৮.খ ৯.ঘ ১০.খ

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পরবর্তী বহুনির্বাচনি প্রশ্ন