ষষ্ঠ শ্রেণি - বাংলা | মুজিব : বহুনির্বাচনি প্রশ্ন

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

মুজিব

১. মুজিবকে ঘরে ফিরে আসার জন্য কে ডাকবে?

ক. বাংলার মানুষ খ. স্বাধীন বাংলা

গ. বাংলার প্রকৃতি ঘ. বাংলার বনভূমি

২. ‘আমরা বাঙালি যত দিন বেঁচে রইব এ বাংলায়’—এ চরণের মাধ্যমে কবি কী বুঝিয়েছেন?

ক. বাঙালি জাতির অস্তিত্ব যত দিন থাকবে

খ. বাংলাদেশের অস্তিত্ব যত দিন থাকবে

গ. বাঙালির সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত হবে

ঘ. বাঙালির বাংলায় চিরকাল থাকবে

৩.‘মুজিব’ কবিতায় মুজিবকে তুলে ধরা হয়েছে—

i. জীবনের সব স্তরে

ii. প্রকৃতির সব স্তরে

iii. বাংলার সব স্তরে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪. কোনটি বনভূমির উদাহরণ?

ক. সুন্দরবন খ. ঝাউবন

গ. শালবন ঘ. উলুবন

৫. সোনার দেশের মাঠে মাঠে কী ফলে?

ক. রবিশস্য রাশি রাশি

খ. রাশি রাশি সাদা শাপলা

গ. সোনাধান রাশি রাশি

ঘ. ফুল–ফল রাশি রাশি

৬. ‘মুজিব’ কবিতায় কাকে ভালোবাসার কথা বলা হয়েছে?

ক. বন্ধুকে খ. প্রকৃতিকে

গ. বঙ্গবন্ধুকে ঘ. নিজেকে

৭. শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেওয়া হয়েছিল কেন?

ক. দেশের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন বলে

খ. ৭ মার্চের ভাষণ দিয়েছেন বলে

গ. সাধারণ মানুষকে সাহায্য করতেন বলে

ঘ. পাকিস্তানিদের বিরুদ্ধে ছিলেন বলে

৮. কোনটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল?

ক. সোনার বাংলাদেশ গড়া

খ. মানুষের জন্য আন্দোলন করা

গ. দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা

ঘ. বাংলাদেশকে ব্রিটিশ শাসনমুক্ত করা

৯. শেখ মুজিবকে ‘চিরশিশু’ বলা হয়েছে, কারণ—

i. শিশুদের মতো সহজ–সরল ছিলেন বলে

ii. শিশুদের মতো অকৃত্রিম ছিলেন বলে

iii. শিশুতোষ ভাবনা ভাবতেন বলে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১০. বাংলাদেশের স্বাধীনতার স্থপতি কে?

ক. মাওলানা ভাসানী

খ. শেরেবাংলা এ কে ফজলুল হক

গ. শেখ মুজিবুর রহমান

ঘ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী

সঠিক উত্তর

মুজিব: ১.খ ২.খ ৩.ক ৪.ক ৫.গ ৬.গ ৭.ক ৮.ক ৯.ক ১০.গ

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পরবর্তী বহুনির্বাচনি প্রশ্ন

গতদিনের প্রকাশিত বাংলা - বাগর্থ