সপ্তম শ্রেণি - বাংলা ১ম পত্র | পিতৃপুরুষের গল্প : বহুনির্বাচনি প্রশ্ন

পিতৃপুরুষের গল্প

১১. অন্তু ও কাজল মামা শহিদদের শ্রদ্ধা জানান কীভাবে?

ক. নীরবে অশ্রু বিসর্জন করে

খ. নীরবে দাঁড়িয়ে

গ. চলে যেতে যেতে

ঘ. ফুল দিয়ে

১২. কিসের বিনিময়ে বাংলা ভাষা রাষ্ট্রীয় মর্যাদা পেল?

ক. সাহস খ. রক্ত

গ. যুদ্ধ ঘ. অর্থ

১৩. কাজল মামা পাঁচ দিনের মধ্যে কত দিন অন্তুকে দিতে চান?

ক. দুই দিন খ. তিন দিন

গ. চার দিন ঘ. পাঁচ দিন

১৪. অন্তু ও কাজল মামা কতক্ষণ দাঁড়িয়ে শহিদদের শ্রদ্ধা জানান?

ক. এক মিনিট

খ. দুই মিনিট

গ. তিন মিনিট

ঘ. চার মিনিট

১৫. কাজল মামার হাত ধরে অন্তু একের পর এক সিঁড়ি ডিঙিয়ে কোথায় ওঠে?

ক. মহসীন হলের ছাদে

খ. জগন্নাথ হলের ছাদে

গ. শহিদ মিনারের ওপরে

ঘ. তাদের ফ্ল্যাটে

১৬. পাকিস্তানি শাসকেরা ১৯৫২ সালে বাঙালিদের ওপর কী চাপিয়ে দিতে চেয়েছিল?

ক. অর্থনৈতিক বৈষম্য

খ. সামরিক শাসন

গ. অন্যায় যুদ্ধ

ঘ. উর্দু ভাষা

১৭. রিকশাটা নিউমার্কেট পেরিয়ে নীলক্ষেত হয়ে কোথায় ঢুকল?

ক. লালমাটিয়া ধানমন্ডি এলাকায়

খ. ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়

গ. শহিদ মিনার এলাকায়

ঘ. সাত মসজিদ রোডে

১৮. অন্তু বরাবর রাত কয়টায় ঘুমিয়ে পড়ে?

ক. ৮টায় খ. ১১টায়

গ. সাড়ে ৯টায় ঘ. ১০টায়

১৯. অন্তুর মামা কত দিন ঢাকায় থাকবেন?

ক. ৩ দিন খ. ৫ দিন

গ. ৬ দিন ঘ. ১০ দিন

২০. অন্তু কখন দেখল কাজল মামা তার চুলে হাত বুলিয়ে দিচ্ছেন?

ক. গভীর রাতে খ. ভোরবেলা

গ. সকালবেলা ঘ. রাত ১১টায়

সঠিক উত্তর

পিতৃপুরুষের গল্প: ১১.খ ১২.খ ১৩.গ ১৪.ক ১৫.গ ১৬.ঘ ১৭.খ ১৮.গ ১৯.খ ২০.খ

খন্দকার আতিক, শিক্ষক, উইলস লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন | পরবর্তী বহুনির্বাচনি প্রশ্ন