সপ্তম শ্রেণি - বাংলা ১ম পত্র | পিতৃপুরুষের গল্প : বহুনির্বাচনি প্রশ্ন

পিতৃপুরুষের গল্প

১. ঢাকার নাম মোগল আমলে কী ছিল?

ক. জাহাঙ্গীরনগর খ. আকবরনগর

গ. হুমায়ুননগর ঘ. বাবরনগর

২. অন্তুর নানা কাজলকে বকতেন কেন?

ক. ভাষা আন্দোলন করার জন্য

খ. গ্রামে চলে যাওয়াতে

গ. মুক্তিযুদ্ধে অংশগ্রহণের কারণে

ঘ. চাকরি হয়নি বলে

৩. অন্তু সেদিন কত রাত পর্যন্ত জেগে থাকল?

ক. ভোররাত পর্যন্ত খ. ১১টা

গ. ১০টা ঘ. ৯টা

৪. বাংলাদেশকে কারা গোলাম করে রাখতে চেয়েছিল?

ক. পাকিস্তানি সামরিক শাসকেরা

খ. মোগল শাসকেরা

গ. ব্রিটিশ শাসকেরা

ঘ. রাজাকাররা

৫. অন্তুর মামা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন হলে থাকতেন?

ক. কার্জন হলে

খ. হাজী মুহাম্মদ মহসীন হলে

গ. সার্জেন্ট জহুরুল হক হলে

ঘ. জগন্নাথ হলে

৬. কোথায় এসে অন্তুর মামা রিকশার ভাড়া মিটিয়ে দিলেন?

ক. শামসুন্নাহার হলের সামনে

খ. জগন্নাথ হলের সামনে

গ. রোকেয়া হলের সামনে

ঘ. শহিদ মিনারের সামনে

৭. ‘পিতৃপুরুষের গল্প’ গল্পে কত দিন পর একুশে ফেব্রুয়ারি?

ক. তিন দিন খ. চার দিন

গ. পাঁচ দিন ঘ. ছয় দিন

৮. অন্তুর মুখ দেখে কাজল মামা কী বুঝলেন?

ক. তার ঘুম পাচ্ছে

খ. অস্বস্তি অনুভব করছে

গ. মন খারাপ করছে

ঘ. খুব খুশি হয়েছে

৯. রিকশাটা রোকেয়া হল আর শামসুন্নাহার হল পেরিয়ে কোথায় পৌঁছাল?

ক. জগন্নাথ হলের সামনে

খ. সাত মসজিদ রোডে

গ. মহসীন হলের সামনে

ঘ. শহিদ মিনারের সামনে

১০. পাকিস্তানের বিরুদ্ধে কখন থেকে বাঙালির স্বাধীনতার মূল সংঘাত শুরু হয়?

ক. জগন্নাথ হল থেকে

খ. গ্রাম থেকে

গ. ১৯৭১ সাল থেকে

ঘ. ’৫২-এর একুশে ফেব্রুয়ারি থেকে

সঠিক উত্তর

পিতৃপুরুষের গল্প: ১.ক ২.গ ৩.গ ৪.ক ৫.খ ৬.ঘ ৭.ক ৮.গ ৯.ঘ ১০.ঘ

খন্দকার আতিক, শিক্ষক, উইলস লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পরবর্তী বহুনির্বাচনি প্রশ্ন

এই বিষয়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন