সপ্তম শ্রেণি - বাংলা ১ম পত্র | পিতৃপুরুষের গল্প : বহুনির্বাচনি প্রশ্ন

পিতৃপুরুষের গল্প

৩১. কাজল মামা মুক্তিযুদ্ধের গল্প বলতে যান কখন?

ক. রাতের বেলা

খ. পরের দিন

গ. পরবর্তী সময়ে ঢাকায় এসে

ঘ. বাসায় ফিরে দুপুরের খাবার খেয়ে

৩২. কাজল মামা ও অন্তু শহিদ মিনার থেকে নেমে কী করল?

ক. ফুল আনতে যায়

খ. গল্প করতে থাকে

গ. জুতা পরে নেয়

ঘ. রিকশায় ওঠে

৩৩. ‘ওরা আমাদের পিতৃপুরুষ’—কারা পিতৃপুরুষ?

ক. বাংলার অতীত জাতি

খ. বংশের পূর্বপুরুষ

গ. ৫২ সালে যারা রক্ত দিয়েছে

ঘ. মোগল বাদশারা

৩৪. রাস্তাটা পিলখানার মোড় থেকে মোহাম্মদপুর এসে কোথায় ঠেকেছে?

ক. শহিদ মিনারে

খ. সাতগম্বুজ মসজিদে

গ. ঢাকা বিশ্ববিদ্যালয়

ঘ. নিউমার্কেট

৩৫. কাজল মামার খুব ভালো লাগে কোনটি?

ক. ঘুরে বেড়াতে খ. বোনের বাড়ি

গ. শহর ঘ. গ্রাম

৩৬. কাজল মামা কীভাবে ঢাকায় এলেন?

ক. রাতের বাসে

খ. বিকেলের বিমানে

গ. সকাল বেলার ট্রেনে

ঘ. শেষ রাতের ট্রেনে

৩৭. নূরজাহান রোড কোথায় অবস্থিত?

ক. ধানমন্ডিতে

খ. বিশ্ববিদ্যালয় এলাকায়

গ. মোহাম্মদপুরে

ঘ. নিউমার্কেট এলাকায়

৩৮. পাকিস্তান হানাদার বাহিনীর ভয়াবহ আক্রমণ শুরু হয় কখন?

ক. ১৮ ফেব্রুয়ারি রাতে

খ. ২১ ফেব্রুয়ারি রাতে

গ. ২৬ মার্চ রাতে

ঘ. ২৫ মার্চ রাতে

৩৯. কিশোর অন্তু কোথায় বাস করে?

ক. চট্টগ্রাম শহরে খ. বিদেশে

গ. গ্রামে ঘ. ঢাকা শহরে

৪০. কিশোর অন্তু মায়ের কাছে কিসের গল্প শোনে?

ক. ঢাকা শহরের ইতিহাসের

খ. ভাষা আন্দোলনের

গ. মুক্তিযুদ্ধে মামার সাহসী সংগ্রামের

ঘ. মামার বাড়ির

সঠিক উত্তর

পিতৃপুরুষের গল্প: ৩১.ঘ ৩২.গ ৩৩.গ ৩৪.খ ৩৫.ঘ ৩৬.ঘ ৩৭.গ ৩৮.ঘ ৩৯.ঘ ৪০.গ

খন্দকার আতিক, শিক্ষক , উইলস লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন | পরবর্তী বহুনির্বাচনি প্রশ্ন