সপ্তম শ্রেণি - বাংলা ১ম পত্র | পিতৃপুরুষের গল্প : বহুনির্বাচনি প্রশ্ন

পিতৃপুরুষের গল্প

২১. কাউকে না জানিয়ে অন্তু কাকে চিঠি লেখে?

ক. মাকে খ. বড় বোনকে

গ. বাবাকে ঘ. মামাকে

২২. কাজল মামা ১৯৭১ সালে কোথায় পড়তেন?

ক. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

খ. রাজশাহী বিশ্ববিদ্যালয়

গ. জগন্নাথ বিশ্ববিদ্যালয়

ঘ. ঢাকা বিশ্ববিদ্যালয়

২৩. কাজল মামা ঢাকা ছেড়ে হঠাৎ কোথায় হাজির হন?

ক. বন্ধুর বাড়িতে খ. যুদ্ধের ময়দানে

গ. বোনের বাড়িতে ঘ. গ্রামে

২৪. জগন্নাথ হলে কারা থাকতেন?

ক. মুক্তিযোদ্ধারা

খ. ভাষা আন্দোলনকারীরা

গ. পাকিস্তানি হানাদার বাহিনী

ঘ. বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা

২৫. শহিদ মিনার কোন আন্দোলনের বীর ও শহিদদের স্মৃতি?

ক. ভাষা আন্দোলন

খ. ছয় দফা আন্দোলন

গ. অসহযোগ আন্দোলন

ঘ. ব্রিটিশবিরোধী আন্দোলন

২৬. কী রক্ষা করতে অনেক বাঙালি প্রাণ দিয়েছে?

ক. শহিদ মিনার

খ. ভবিষ্যৎ বংশধরদের

গ. ইতিহাস ঐতিহ্য

ঘ. মায়ের ভাষা

২৭. কোন ব্যাপারটা অন্তু মেনে নিতে পারে না?

ক. মামার ঢাকায় না আসা

খ. মানুষকে গুলি করে মারা

গ. মামার যুদ্ধের গল্প না বলা

ঘ. ’৭১ সালের মুক্তিযুদ্ধ

২৮. কখন থেকে ঢাকার নানা স্থানে অনেক মসজিদ তৈরি হতে থাকে?

ক. স্বাধীনতা লাভের পর থেকে

খ. ১৯৫২ সালের পর থেকে

গ. মোগল আমল থেকে

ঘ. পাকিস্তান সৃষ্টির পর থেকে

২৯. ২১ ফেব্রুয়ারি মানুষ কোথায় ফুল দিতে আসে?

ক. কার্জন হলে

খ. শহিদ মিনারে

গ. জাতীয় স্মৃতিসৌধে

ঘ. জগন্নাথ হলে

৩০. কোন শহিদেরা বাঙালি জাতির প্রথম শহিদ?

ক. জগন্নাথ হলের

খ. অসহযোগ আন্দোলনের

গ. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের

ঘ. একুশে ফেব্রুয়ারির

সঠিক উত্তর

পিতৃপুরুষের গল্প: ২১.ঘ ২২.ঘ ২৩.ঘ ২৪.ঘ ২৫.ক ২৬.ঘ ২৭.খ ২৮.গ ২৯.খ ৩০.ঘ

খন্দকার আতিক, শিক্ষক, উইলস লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন | পরবর্তী বহুনির্বাচনি প্রশ্ন