সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে নতুন মানবণ্টন অনুসারে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে ১৫টি। প্রতিটির নম্বর থাকবে ১ করে।
অধ্যায়-৩
প্রশ্ন: চারজন বৈদিক দেবতার নাম লেখো।
উত্তর: চারজন বৈদিক দেবতা হলেন: ইন্দ্র, বরুণ, যম ও মিত্র।
প্রশ্ন: নিত্যকর্ম কয়প্রকার ও কী কী?
উত্তর: নিত্যকর্ম ছয় প্রকার। এগুলো হলো: প্রাতঃকৃত্য, পূর্বাহ্নকৃত্য, মধ্যাহ্নকৃত্য, অপরাহ্নকৃত্য, সায়াহ্নকৃত্য ও রাত্রিকৃত্য।
প্রশ্ন: জন্মান্তর কাকে বলে?
উত্তর: মানুষ যেমন পুরোনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, আত্মাও তেমনি পুরোনো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। আত্মার এ নতুন শরীর ধারণ করাই হচ্ছে জন্মান্তর।
প্রশ্ন: ভালো কাজ কী? তার ফলে কী হয়?
উত্তর: ভালো কাজ হচ্ছে জীবে দয়া করা, পরনিন্দা না করা, পরচর্চা না করা, পরের উপকার করা ও মিথ্যা না বলা। এসব কাজ করলে পুণ্য হয়। যার ফলে স্বর্গলাভ হয়।
প্রশ্ন: মোক্ষ কাকে বলে?
উত্তর: ‘মোক্ষ’ শব্দের অর্থ মুক্তি। জন্মান্তর বা পুনর্জন্মের আবর্ত থেকে ঈশ্বর বা পরমাত্মা বা পরম ব্রহ্মের সঙ্গে জীবাত্মার মিলনই হচ্ছে মুক্তি বা মোক্ষ।
প্রশ্ন: কাদের হিন্দু বলা হতো?
উত্তর: পারসিকরা উত্তর-পশ্চিম ভারতের সিন্ধু অঞ্চল দিয়ে ভারতবর্ষে প্রবেশের সময় সিন্ধুকে তারা বলতেন হিন্দু। তাই এসব হিন্দুস্তানের অধিবাসীদের বলা হতো হিন্দু।
প্রশ্ন: বেদকে কেন হিন্দুধর্মের মূল ভিত্তি বলা হয়?
উত্তর: বেদ হচ্ছে হিন্দুধর্মের মূল ভিত্তি। কারণ, বেদের মধ্যে বৈদিক যুগের নিরাকার ব্রহ্মের আলোচনা আছে এবং পূর্ণাঙ্গ জীবনবিধান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
প্রশ্ন: নিত্যকর্ম কী?
উত্তর: ধর্মচর্চা করতে গেলে শরীর ও মন দুই-ই সুস্থ থাকতে হয়। এ জন্য প্রতিদিন নিয়ম মেনে যেসব কর্ম করা হয়, তা-ই হচ্ছে নিত্যকর্ম। নিত্যকর্মের ফলে শরীর ও মন দুই-ই সুস্থ থাকে।
প্রশ্ন: প্রাতঃকৃত্যের করণীয় কাজ কী?
উত্তর: প্রাতঃকৃত্যের করণীয় কাজ হচ্ছে সূর্যোদয়ের কিছু আগে ঘুম থেকে উঠতে হবে। তারপর বিছানায় বসে পূর্ব বা উত্তরমুখী হয়ে ঈশ্বর বা দেব-দেবীর স্মরণ করে মন্ত্র পাঠ করতে হবে।
প্রশ্ন: সনাতন শব্দের অর্থ কী?
উত্তর: সনাতন শব্দের অর্থ চিরন্তন, চিরস্থায়ী, নিত্য। যা ছিল, আছে ও থাকবে, তা-ই সনাতন।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক