ফ্রিল্যান্সিং শেখাতে মধুপুরে নকরেক আইটির নতুন শাখা
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় নতুন শাখা চালু করেছে নকরেক আইটি ইনস্টিটিউট। উপজেলার গায়রা গ্রামের সফল ফ্রিল্যান্সার সুবীর নকরেকের প্রতিষ্ঠানটিতে বছরে তিন হাজার শিক্ষার্থী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিতে পারবেন। আজ সোমবার এ শাখার উদ্বোধন করেন মধুপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘মধুপুরের কিছু তরুণ অনলাইন স্ক্যাম বা প্রতারণার সঙ্গে যুক্ত রয়েছেন। আমরা এটা কমানোর জন্য কাজ করছি। সুবীর নকরেককে আমরা বলেছি, একসঙ্গে এই অপরাধ প্রতিহত করব, যাতে করে তরুণেরা ভুল পথে চলে না যান। আশা করছি, তরুণেরা ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষতা উন্নয়ন করে ভালো কিছু করবেন।’
নকরেক আইটি ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক ও সফল ফ্রিল্যান্সার সুবীর নকরেক বলেন, তরুণেরাই দেশের সম্পদ। আর তাই তাঁদের দক্ষ হয়ে সৎ পথে কাজ করতে হবে। দেশের উন্নয়নের জন্যও নিজেদের গড়ে তুলতে হবে।
নকরেক আইটি ইনস্টিটিউট মধুপুর শাখার পরিচালক প্রাঞ্জল নকরেক বলেন, এই শাখায় তরুণ-তরুণীদের দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তোলা হবে। ফলে তাঁরা চাকরির পেছনে না ঘুরে নিজেরাই ঘরে বসে আয় করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লেখক রাহিতুল ইসলাম, মধুপুর উপজেলার সহকারী ভূমি কমিশনার জাকির হোসেন, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক প্রমুখ।
উল্লেখ্য, গত বছরের ১৮ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘বনে বসে সুবীরের ডলার আয়’ শিরোনামে সুবীর নকরেকের ওপর একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সফল এ ফ্রিল্যান্সার টাঙ্গাইলের মধুপুর উপজেলার বনাঞ্চলের গায়রা গ্রামে থেকেও দেশ-বিদেশের অসংখ্য গ্রাহকের কাজ করে বৈদেশিক মুদ্রা আয় করছেন। নিজে সফল হওয়ার পাশাপাশি ফ্রিল্যান্সিং শেখানোর জন্য গড়ে তুলেছেন নকরেক আইটি ইনস্টিটিউট। ময়মনসিংহের কাঁচিঝুলি, গাজীপুরের ফুলবাড়িয়া, জামালপুরের নান্দিনা ও ঢাকার বসুন্ধরায়ও শাখা রয়েছে প্রতিষ্ঠানটির। এরই মধ্যে প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন জেলায় সেমিনার আয়োজনের মাধ্যমে প্রায় এক লাখ তরুণ-তরুণীকে আউটসোর্সিং প্রশিক্ষণ দিয়েছে।