১৫ আগস্ট পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা শিক্ষা মন্ত্রণালয়ের
এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আগামী ১৫ আগস্ট পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ মঙ্গলবার সরকারি তথ্য বিবরণীতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
তথ্য বিবরণীতে বলা হয়, এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে ১৫ আগস্ট পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ থাকবে।
২৬ জুন থেকে সারা দেশে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে নিয়মিত-অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী প্রায় ১২ লাখ ৫১ হাজার। এ পরীক্ষা উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং ঢাকা শিক্ষা বোর্ড নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে।
প্রসঙ্গত, দেশের পাবলিক পরীক্ষার সময় সব সময়ই কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দেয় শিক্ষা বিভাগ।