নিউজিল্যান্ডের মানাকি বৃত্তি, টিউশন ফি, জীবনযাপন, ভ্রমণ ও অন্যান্য ভাতা সুবিধা
নিউজিল্যান্ড সরকার এবং সে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় সেখানে পড়াশোনার জন্য বিদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সুযোগ দিয়ে থাকে। এর মধ্যে মানাকি বৃত্তি (Manaaki New Zealand Scholarship) অন্যতম। এ বৃত্তির আওতায় প্রদত্ত সুযোগ-সুবিধার মাধ্যমে শিক্ষার্থীদের উন্নত মানের স্কলারে পরিণত করার একটা প্রচেষ্টা থাকে। তাই এ বৃত্তিতে সুযোগ-সুবিধাও পাওয়া যায় তুলনামূলক বেশি।
বৃত্তিকালীন একজন স্কলার তাঁর মানসিকতা ও ক্যারিয়ার ডেভেলপমেন্টের পাশাপাশি কিউইদের (নিউজিল্যান্ড জনগণের) জীবনযাপনের ধরন ও সংস্কৃতির সঙ্গে একাত্ম হতে পারেন।
মোট চারটি ক্যাটাগরিতে এ বৃত্তি দেওয়া হয়। তবে বাংলাদেশি শিক্ষার্থীরা ২০২৪ সালে শুধু পিএইচডির জন্য এ বৃত্তি পেতে পারেন।
যেসব বিষয় পড়া যাবে
এখানে কৃষি ও কৃষিবিষয়ক ব্যবসা, ফার্ম ম্যানেজমেন্ট, ফুড টেকনোলজি, হর্টিকালচার, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, রিনিউয়েবল এনার্জি, এনার্জি ইঞ্জিনিয়ারিং, গুড গভর্নেন্স, পরিসংখ্যান, আন্তর্জাতিক নিরাপত্তা, পিস অ্যান্ড কনফ্লিক্টসহ আরও অনেক বিষয়ে গবেষণা ও উচ্চতর পড়াশোনা করা যাবে। বিষয়ের পূর্ণাঙ্গ তালিকা দেখুন এই লিংকে
যেসব সুবিধা থাকবে
সম্পূর্ণ টিউশন ফি
সাপ্তাহিক ৫৩১ নিউজিল্যান্ড ডলার জীবনযাপন ব্যয়
এস্টাবলিশমেন্ট ভাতা বাবদ ৩ হাজার নিউজিল্যান্ড ডলার
নিউজিল্যান্ডে মেডিকেল ইনস্যুরেন্স
দরকারি ক্ষেত্রে সর্বোচ্চ ১ হাজার নিউজিল্যান্ড ডলার টিউটরিং খরচ দেবে
নিজ দেশ থেকে নিউজিল্যান্ডে যাওয়া–আসার খরচ
ভ্রমণ ভাতানিজ দেশে ফিরে যাওয়ার পর ১ হাজার নিউজিল্যান্ড ডলার রিইন্টিগ্রেশন ভাতা
বিস্তারিত জানুন এই লিংকে