নিউজিল্যান্ডের মানাকি বৃত্তি, টিউশন ফি, জীবনযাপন, ভ্রমণ ও অন্যান্য ভাতা সুবিধা

মানাকি বৃত্তিপ্রাপ্ত কয়েকজের প্রতীকী ছবিছবি: ভিকোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটনের ওয়েবসাইট থেকে নেওয়া

নিউজিল্যান্ড সরকার এবং সে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় সেখানে পড়াশোনার জন্য বিদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সুযোগ দিয়ে থাকে। এর মধ্যে মানাকি বৃত্তি (Manaaki New Zealand Scholarship) অন্যতম। এ বৃত্তির আওতায় প্রদত্ত সুযোগ-সুবিধার মাধ্যমে শিক্ষার্থীদের উন্নত মানের স্কলারে পরিণত করার একটা প্রচেষ্টা থাকে। তাই এ বৃত্তিতে সুযোগ-সুবিধাও পাওয়া যায় তুলনামূলক বেশি।

বৃত্তিকালীন একজন স্কলার তাঁর মানসিকতা ও ক্যারিয়ার ডেভেলপমেন্টের পাশাপাশি কিউইদের (নিউজিল্যান্ড জনগণের) জীবনযাপনের ধরন ও সংস্কৃতির সঙ্গে একাত্ম হতে পারেন।
মোট চারটি ক্যাটাগরিতে এ বৃত্তি দেওয়া হয়। তবে বাংলাদেশি শিক্ষার্থীরা ২০২৪ সালে শুধু পিএইচডির জন্য এ বৃত্তি পেতে পারেন।

আরও পড়ুন

যেসব বিষয় পড়া যাবে

এখানে কৃষি ও কৃষিবিষয়ক ব্যবসা, ফার্ম ম্যানেজমেন্ট, ফুড টেকনোলজি, হর্টিকালচার, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, রিনিউয়েবল এনার্জি, এনার্জি ইঞ্জিনিয়ারিং, গুড গভর্নেন্স, পরিসংখ্যান, আন্তর্জাতিক নিরাপত্তা, পিস অ্যান্ড কনফ্লিক্টসহ আরও অনেক বিষয়ে গবেষণা ও উচ্চতর পড়াশোনা করা যাবে। বিষয়ের পূর্ণাঙ্গ তালিকা দেখুন এই লিংকে

আরও পড়ুন

যেসব সুবিধা থাকবে

  • সম্পূর্ণ টিউশন ফি

  • সাপ্তাহিক ৫৩১ নিউজিল্যান্ড ডলার জীবনযাপন ব্যয়

  • এস্টাবলিশমেন্ট ভাতা বাবদ ৩ হাজার নিউজিল্যান্ড ডলার

  • নিউজিল্যান্ডে মেডিকেল ইনস্যুরেন্স

  • দরকারি ক্ষেত্রে সর্বোচ্চ ১ হাজার নিউজিল্যান্ড ডলার টিউটরিং খরচ দেবে

  • নিজ দেশ থেকে নিউজিল্যান্ডে যাওয়া–আসার খরচ
    ভ্রমণ ভাতা

  • নিজ দেশে ফিরে যাওয়ার পর ১ হাজার নিউজিল্যান্ড ডলার রিইন্টিগ্রেশন ভাতা

  • বিস্তারিত জানুন এই লিংকে

জেনে রাখুন

  • আবেদন শুরু: ১ ফেব্রুয়ারি ২০২৪

  • আবেদন শেষ: ২৯ ফেব্রুয়ারি ২০২৪

  • আবেদন করতে ভিজিট করুন এই লিংকে

  • আবেদন করার আগে মানাকি বৃত্তির বিস্তারিত জানতে ভিজিট করুন এই লিংকে

আরও পড়ুন