নটর ডেম কলেজ: একাদশে ভর্তিতে যোগ্যতার শর্ত প্রকাশ, ও লেভেল শিক্ষার্থীদের আবেদন নয়, আসন ৩২৯০টি

আগ্রহী প্রার্থীদের ২৯ জুলাই দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে ৭ আগস্ট দুপুর ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেনছবি: ফাইল ছবি

নটর ডেম কলেজকে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে কলেজের নিজস্ব প্রক্রিয়ায় অনলাইনে ভর্তিতে আবেদনে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে।

ভর্তির আবেদন ফরম পূরণ—

ভর্তি হতে আগ্রহী প্রার্থীদের ২৯ জুলাই দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে ৭ আগস্ট দুপুর ১২টা পর্যন্ত সরাসরি নটর ডেম কলেজের নিজস্ব ওয়েবসাইট ndc.edu.bd থেকে অনলাইনে আবেদন করা যাবে।

আবেদনের পর প্রবেশপত্রের প্রিন্ট আউট কপি সংগ্রহ করতে হবে। ভর্তির আবেদন করার নিয়মাবলী কলেজের ওয়েবসাইটে দেওয়া আছে। অনলাইনে আবেদন করার সময় ভর্তি পরীক্ষার খরচ বাবদ অফেরতযোগ্য ৪০০ টাকা বিকাশ-এর মাধ্যমে পাঠাতে হবে। পুনর্নিরীক্ষণের মাধ্যমে ফল পরিবর্তন হয়ে ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা অর্জন করলে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের দুই দিনের মধ্যে কলেজ অফিসে সরাসরি যোগাযোগ করতে হবে।

ভর্তি ক্ষেত্রে ক্ষুদ্র নৃগোষ্ঠী, সংখ্যালঘু, প্রতিবন্ধী, মিশনারি কর্তৃক পরিচালিত প্রত্যন্ত এলাকার স্কুল বিবেচনায় আনা হবে।

হেল্পলাইন নম্বর: ০১৯৩৩৩২২৫৩০, ০১৯৩৩৩২২৫৩১, ০১৯৩৩৩২২৫৩২, ০১৭১০০৩৬৮৭১ (সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত)।

আরও পড়ুন

ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা—

১. বিজ্ঞান বিভাগ: বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন (উচ্চতর গণিতসহ) জিপিএ-৫.০০, মানবিক বিভাগ জিপিএ-৩.০০ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ জিপিএ ৪.০০।

২. এসএসসিতে বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা ইংরেজি ভার্সনের জন্য আবেদন করতে পারবে না।

৩. ‘ও’ লেভেলের শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হবে না।

বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে—

বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৪.২৫, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে জিপিএ-৩.৫০।

আসনসংখ্যা—

মোট আসন ৩২৯০টি। বিজ্ঞান বিভাগে আসন: বাংলা মাধ্যম-১৮১০ টি, ইংরেজি ভার্সন-৩২০ টি, মানবিক বিভাগে আসন: ৪১০ টি এবং ব্যবসায় শিক্ষা বিভাগে আসন: ৭৫০ টি।

এসএসসির ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে
ছবি: ফাইল ছবি

ভর্তি পরীক্ষা ও ভর্তির চূড়ান্ত মনোনয়ন—

আবেদনকারী সব প্রার্থীকে ভর্তির লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ভর্তির লিখিত পরীক্ষার তারিখ ও সময় স্বয়ংক্রিয়ভাবে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে পাওয়া যাবে। এসএসসিতে পাওয়া জিপিএ ও কলেজে লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিজ্ঞান বিভাগ- বাংলা মাধ্যম থেকে ১৯০০, বিজ্ঞান বিভাগ ইংরেজি ভার্সন থেকে ৪০০, মানবিক বিভাগ থেকে ৬০০ ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৮৫০জন শিক্ষার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। এসএসসির প্রাপ্ত জিপিএ, ভর্তির লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রমানুসারে চূড়ান্তভাবে ভর্তির জন্য মনোনীত করা হবে।

আরও পড়ুন

ভর্তি পরীক্ষার বিষয়—

এসএসসির ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। যারা বিজ্ঞান শাখা থেকে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তির আবেদন করেছে, তাদের ‘বিজ্ঞান শাখার প্রশ্নে’ এবং যারা ব্যবসায় শিক্ষা শাখা থেকে মানবিক শাখায় ভর্তির আবেদন করেছে, তাদের ‘ব্যবসায় শিক্ষা শাখার প্রশ্নে’ পরীক্ষা দিতে হবে।

  • বিজ্ঞান বিভাগে ভর্তি পরীক্ষার বিষয়: বাংলা, ইংরেজি, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান।

  • মানবিক বিভাগে ভর্তি পরীক্ষার বিষয়: বাংলা, ইংরেজি, আইসিটি ও সাধারণ জ্ঞান।

  • ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তি পরীক্ষার বিষয়: বাংলা, ইংরেজি, হিসাববিজ্ঞান, আইসিটি ও সাধারণ জ্ঞান।

পরীক্ষাসংক্রান্ত তথ্য—

পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে কলেজের ওয়েবসাইট ও ভর্তির লিংকে ঢু মারতে পারেন।

আরও পড়ুন
আরও পড়ুন