মেডিকেল
ফাইল ছবি

দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএসের ক্লাস শুরুর তারিখ পেছানো হয়েছে। আজ রোববার উদ্বোধনী ক্লাস হওয়ার কথা ছিল। কিন্তু সেটি এক দিন পিছিয়ে দেওয়া হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, মেডিকেলের প্রথম বর্ষের ওরিয়েন্টেশন রোববারের পরিবর্তে আগামী সোমবার অনুষ্ঠিত হবে।

এদিকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে বলেছে, ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) এমবিবিএসের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক উপস্থিত থাকবেন।

দেশের সরকারি বেসরকারি মেডিকেলে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা গত ১০ মার্চ অনুষ্ঠিত হয়।

পরীক্ষার এক দিন পর ১২ মার্চ ফল প্রকাশ করা হয়। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন ৪৯  হাজার ১৯৪ জন।

দেশের ৩৭টি সরকারি মেডিকেলে ৪ হাজার ৩৫০ আসনে ভর্তি হন শিক্ষার্থীরা। আর ৭২টি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাবেন ৬ হাজার ১৬৮ জন।