ঢাবিতে ভর্তির আবেদন শেষ সোমবার, এখন পর্যন্ত আবেদন ২ লাখ ৬০ হাজার

ফাইল ছবি:প্রথম আলো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার আবেদন শেষ হচ্ছে আগামীকাল সোমবার (২০ মার্চ)। গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ভর্তির আবেদন করেছেন ২ লাখ ৬০ হাজার ৯৮৬ জন শিক্ষার্থী। এবারও গতবারের মতোই আবেদন পড়তে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

গত ২৭ ফেব্রুয়ারি বিকেল চারটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে ভর্তির আবেদন গ্রহণ শুরু হয়। আবেদন ফি এক হাজার টাকা। সোমবার আবেদন শেষ হচ্ছে। ১৮ এপ্রিল থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগপর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। ভর্তিবিষয়ক বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

আরও পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির দায়িত্বে থাকা তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক মো. শরিফুল ইসলাম রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে প্রথম আলোকে বলেন, ‘এখন পর্যন্ত ২ লাখ ৬০ হাজার ৯৮৬ জন শিক্ষার্থীর আবেদন জমা পড়েছে। আরও দুই দিন আবেদনের সুযোগ আছে। এবারও কম-বেশি গতবারের মতোই আবেদন জমা পড়বে বলে আমরা ধারণা করছি।’ উল্লেখ্য, গতবার (২০২১-২২ শিক্ষাবর্ষ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ইউনিটে (ক, খ, গ, ঘ ও চ) ২ লাখ ৯০ হাজার ৪৮০ জন শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছিলেন।

বদলে ফেলা ইউনিটে এবার পরীক্ষা

এদিকে এবার পাঁচটি ইউনিটের পরিবর্তে চারটি ইউনিটের অধীনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হচ্ছে। বদলে ফেলা হয়েছে ইউনিটগুলোর নামও। ঘোষিত সময়সীমা অনুযায়ী, আগামী ২৯ এপ্রিল চারুকলা ইউনিটের (সাধারণ জ্ঞান ও অঙ্কন) মধ্য দিয়ে শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি পরীক্ষা। এরপর ৬ মে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ১২ মে বিজ্ঞান ইউনিট এবং ১৩ মে অনুষ্ঠিত হবে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা।

চারুকলা ইউনিট ছাড়া অন্য তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। চারুকলার পরীক্ষা হবে ঢাকা কেন্দ্রে। সব ইউনিটের পরীক্ষাই হবে সংশ্লিষ্ট তারিখে বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি পরীক্ষায় আসনসংখ্যা ৫ হাজার ৯৬৫। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে আসন ২ হাজার ৯৩৪টি, বিজ্ঞান ইউনিটে ১ হাজার ৮৫১, ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০ ও চারুকলা ইউনিটে ১৩০টি।