বাউবিতে ডিজঅ্যাবিলিটি ম্যানেজমেন্ট অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্রোগ্রামে মাস্টার্সের সুযোগ

বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ২ বছর মেয়াদি মাস্টার্স অব ডিজঅ্যাবিলিটি ম্যানেজমেন্ট অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্রোগ্রামে ২০২৪ শিক্ষাবর্ষে আগ্রহী শিক্ষার্থীদের আবেদন জমা দেওয়ার আহ্বান জানিয়েছে। আবেদনের শেষ দিন ২০২৪ সালের ১০ জানুয়ারি।

আবেদনের যোগ্যতা:

  • যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ২.৫ সিজিপিএ নিয়ে ফিজিওথেরাপি, ডিজঅ্যাবিলিটি ম্যানেজমেন্ট, স্পিচ অ্যান্ড ল্যাংগুয়েজ থেরাপি, হেলথ সায়েন্স, মেডিকেল সায়েন্স, বায়োলজিক্যাল সায়েন্স বিষয়ে স্নাতক এবং জীববিজ্ঞানসহ এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৬ দশমিক ৫ থাকতে হবে।

  • বিএসসি ইন নার্সিং ডিগ্রিধারী আবেদনকারীদের ক্ষেত্রে জীববিজ্ঞানসহ এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় অন্তত একটিতে ১ম বিভাগে উত্তীর্ণ হতে হবে। অথবা বিজ্ঞান বিষয়ে এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় ২য় বিভাগ বা জিপিএ ২.৫ পেতে হবে।

আরও পড়ুন

গুরুত্বপূর্ণ তারিখগুলো—

  • অনলাইন আবেদনের সময়: ২৫ অক্টোবর ২০২৩ থেকে ১০ জানুয়ারি ২০২৪।

  • মনোনীত প্রার্থীর তালিকা প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৪

  • লিখিত ও মৌখিক পরীক্ষা: ১৯ জানুয়ারি ২০২৪

  • ফলাফল প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৪

আরও পড়ুন

স্নাতক পরীক্ষার সিলেবাস অনুযায়ী হেলথ সায়েন্স, ডিজঅ্যাবিলিটি, ফিজিওথেরাপি, রিহ্যাবিলিটেশন, রিসার্চ ও পরিসংখ্যান বিষয়ে ৬০ নম্বরের এমসিকিউ এবং লিখনদক্ষতার ওপর ২০ নম্বরসহ মোট ৮০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। মৌখিক পরীক্ষা হবে ২০ নম্বরের। লিখিত ও মৌখিক পরীক্ষা বাউবির মূল ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

আবেদন ফি ১০০০ টাকা। আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া আছে।

আরও পড়ুন