জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১২টি ভাষা কোর্স, আবেদন শেষ ১৭ জুলাই

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাষা শিক্ষাকেন্দ্রে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে নিচের ১২টি ভাষা কোর্সে ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে। এটি ছয় মাস ও পাঁচ মাস মেয়াদি সার্টিফিকেট কোর্স। ভর্তির আবেদন ফরম বিতরণ চলছে, জমার শেষ তারিখ ১৭ জুলাই।

১২টি সার্টিফিকেট কোর্স—

১. কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ (লিসেনিং, স্পিকিং, রিডিং ও রাইটিং)—৬ মাস (৭০ ঘণ্টা ক্লাস)

২. ইংলিশ ফর প্রফেশনাল পারপাস—৬ মাস (৭০ ঘণ্টা ক্লাস)

৩. সার্টিফিকেট কোর্স ইন জাপানিজ—৫ মাস (৬০ ঘণ্টা ক্লাস)

৪. সার্টিফিকেট কোর্স ইন ফ্রেঞ্চ—৫ মাস (৬০ ঘণ্টা ক্লাস)

৫. সার্টিফিকেট কোর্স ইন জার্মান—৫ মাস (৬০ ঘণ্টা ক্লাস)

৬. সার্টিফিকেট কোর্স ইন চায়নিজ—৫ মাস (৬০ ঘণ্টা ক্লাস)

৭. সার্টিফিকেট কোর্স ইন স্প্যানিশ—৫ মাস (৬০ ঘণ্টা ক্লাস)

৮. সার্টিফিকেট কোর্স ইন কোরিয়ান—৫ মাস (৬০ ঘণ্টা ক্লাস)

৯. সার্টিফিকেট কোর্স ইন সংস্কৃত—৫ মাস (৬০ ঘণ্টা ক্লাস)

১০. সার্টিফিকেট কোর্স ইন অ্যারাবিক—৫ মাস (৬০ ঘণ্টা ক্লাস)

১১. সার্টিফিকেট কোর্স ইন পারসিয়ান—৫ মাস (৬০ ঘণ্টা ক্লাস)

১২. সার্টিফিকেট কোর্স ইন মালয়—৫ মাস (৬০ ঘণ্টা ক্লাস)

আরও পড়ুন

ভর্তির যোগ্যতা—

সব শিক্ষার্থীকে এইচএসসি পাস হতে হবে। প্রতিটি কোর্সে ৪০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।

ভর্তির বিস্তারিত ফি—

অভ্যন্তরীণ শিক্ষার্থীদের জন্য এককালীন ফি ৩ হাজার ২০০ টাকা। বিশ্ববিদ্যালয়ের ছাত্র বা ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা অভ্যন্তরীণ শিক্ষার্থী হিসেবে বিবেচিত হবেন। বহিরাগত ছাত্রছাত্রীর জন্য এককালীন ফি ৫ হাজার ২০০ টাকা।

আরও পড়ুন

ভর্তির প্রক্রিয়া—

আবেদনপত্র ছাত্র–শিক্ষক কেন্দ্র ভবনে অবস্থিত ভাষা শিক্ষাকেন্দ্রের অফিসে সকাল ১০টা থেকে বেলা ২.৩০ পর্যন্ত জমা দেওয়া যাবে। ভর্তির আবেদন ফরমের সঙ্গে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, এসএসসি বা সমমানের সার্টিফিকেট বা প্রশংসাপত্র এবং এইচএসসি পাসের নম্বরপত্রের প্রত্যয়িত কপি জমা দিতে হবে।

ভর্তির বিস্তারিত তথ্য—

১. ভর্তির আবেদন জমার শেষ তারিখ: ১৭ জুলাই ২০২৫

২. ক্লাস শুরুর তারিখ: ভর্তি শেষ হলে জানানো হবে

৩. ক্লাসের নিয়ম: প্রতিটি কোর্সের ক্লাস সপ্তাহে দুই দিন। বেলা ৩টা থেকে বিকেল ৪.৩০ মিনিট পর্যন্ত

আরও পড়ুন