এক্সিকিউটিভ এমবিএ রাজশাহী বিশ্ববিদ্যালয় আইবিএ-তে, ২.৫ জিপিএ-তে আবেদন

রাজশাহী বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে (আইবিএ) এক্সিকিউটিভ এমবিএ কোর্সে শিক্ষার্থী ভর্তিতে আবেদন আহ্বান করা হয়েছে। ১৬তম ব্যাচে শিক্ষার্থী ভর্তিতে আগ্রহীরা ২৮ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। ৪৮ ক্রেডিটের এ কোর্সের ক্লাস প্রতি শুক্রবার অনুষ্ঠিত হবে।

আবেদনের যোগ্যতা

  • ন্যূনতম দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

  • যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রিতে ৪ স্কেলে সিজিপিএ ন্যূনতম ২.৫ অথবা দ্বিতীয় শ্রেণি বা বিভাগ থাকতে হবে;

অনলাইনে আবেদন যেভাবে

  • ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের www.iba-ru.ac.bd ওয়েবসাইটে প্রবেশ করে Admission বাটনের MBA Program (Executive)-এ ক্লিকের পর Admission Open-এ ক্লিক করে Apply Now বাটনে পুনরায় ক্লিক করে শিক্ষাগত যোগ্যতা, ব্যক্তিগত তথ্যসহ যাবতীয় তথ্য প্রদান করে আবেদন সম্পন্ন করতে পারবেন।

  • আবেদন সাবমিটের পর এসএমএসের মাধ্যমে স্টুডেন্ট আইডি পাবেন

  • মোবাইল ব্যাংকিং ‘নগদ’ ব্যবহারে ১৬৩২ নম্বরে স্টুডেন্ট আইডি রেফারেন্স হিসেবে প্রবেশ করে আবেদন ফি দিতে হবে;

  • আবেদন ফি প্রদানের পর আপনার মুঠোফোনে ট্রানজেকশন আইডি পাঠানো হবে। স্টুডেন্ট আইডি ও ট্রানজেকশন আইডি ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন;

আবেদন ফি কত

এই কোর্সের আবেদন ফি ৮৪০ টাকা।

ভর্তি পরীক্ষা কবে

আগামী ১ সেপ্টেম্বর, শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ ভবনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তিবিষয়ক আরও তথ্য পেতে https://iba-ru.ac.bd/Uploads/NoticeFile/No-16.jpg ক্লিক করতে পারবেন।