একাদশে শেষ মাইগ্রেশনের ফল প্রকাশ, ভর্তি কার্যক্রম এক সপ্তাহ

প্রথম আলো ফাইল ছবি

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির সর্বশেষ মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করা হয়েছে। ভর্তির ওয়েবসাইটে লগইন করে এ ফলাফল দেখা যাবে। আগামীকাল রোববার ভর্তি কার্যক্রম শুরু হবে। ভর্তি কার্যক্রম চলবে এক সপ্তাহ। ওয়েবসাইটে পৃথক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

ওয়েবসাইটে জানানো হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম ৭ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ভর্তির জন্য নির্বাচন ও মাইগ্রেশন ফলাফলের পিডিএফ এখন এ পোর্টালে লগইন করে ডাউনলোড করা যাবে।

আরও পড়ুন

তৃতীয় ধাপের আবেদনের ফলাফল প্রকাশ করা হয় গত বুধবার। এর আগে ১ সেপ্টেম্বর রাতে আবেদনের প্রক্রিয়া শেষ হয়েছে। একাদশের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে ভর্তির বিষয়ে বিস্তারিত জানা যাবে।

একাদশে ভর্তি নীতিমালা অনুযায়ী তিন ধাপে আবেদন নেওয়া হয়। ১৫ সেপ্টেম্বর একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

আরও পড়ুন