গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের শূন্য আসনে আবার ভর্তির সুযোগ, বন্ধ করতে হবে মাইগ্রেশন
জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের শূন্য আসনে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। ১২ জানুয়ারি (রোববার) থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে আলাদা প্রক্রিয়ায় ভর্তি নেওয়া হবে। এর আগে মাইগ্রেশন বন্ধ করতে হবে শিক্ষার্থীদের। গুচ্ছ ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১২ জানুয়ারি থেকে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় শূন্য আসনে ভর্তির বিষয়টি প্রক্রিয়াধীন। এ অবস্থায় কোনো শিক্ষার্থী মাইগ্রেশন (Subject/University Migration) বন্ধ করতে চাইলে জিএসটি ওয়েবসাইটের মাধ্যমে ৯ জানুয়ারি (বৃহস্পতিবার) রাত ১১টা ৫৯মিনিটের মধ্যে তা (Migration Stop) সম্পন্ন করতে হবে।
এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তিপ্রক্রিয়া (বিশ্ববিদ্যালয় ভিত্তিক) ১২ জানুয়ারি থেকে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় শূন্য আসনে ভর্তির বিষয়টি প্রক্রিয়াধীন। এমতাবস্থায় কোনো শিক্ষার্থী মাইগ্রেশন (Subject/University Migration) বন্ধ করতে চাইলে GST ওয়েবসাইট -এর মাধ্যমে আজ বৃহস্পতিবার রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে তা (Migration Stop) সম্পন্ন করতে হবে।
প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি–সংক্রান্ত যাবতীয় তথ্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। ইতিপূর্বে কোনো বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করে থাকলে এবং এ পর্যায়ে জিএসটির অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলে সর্বশেষ বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে। তবে মূল কাগজপত্র এখন স্থানান্তরের প্রয়োজন নেই।
সে ক্ষেত্রে পূর্বে ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি বাবদ প্রদেয় অর্থ (সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে) ফেরতযোগ্য। প্রত্যেক শিক্ষার্থীর মূল কাগজপত্র সর্বশেষে ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। অন্যথায় ভর্তি বাতিল বলে গণ্য হবে। প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটির বিষয়টি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।