একাদশ শ্রেণিতে বিভিন্ন কলেজে ভর্তি তথ্য

ময়মনসিংহ নটর ডেম কলেজের শিক্ষার্থীরা।ছবি: সংগৃহীত

এসএসসি ২০২৫ সালে পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে ১০ জুলাই। এখন শুরু হবে কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির প্রক্রিয়া। এবারও আগের নিয়মেই আবেদন গ্রহণ ও ভর্তির কাজটি করা হবে। একাদশ শ্রেণির ভর্তিতে কোনো বাছাই পরীক্ষা হবে না (ঢাকার নটর ডেম কলেজসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান আদালতের নির্দেশনা অনুযায়ী পরীক্ষা নিয়ে আসছে)। এসএসসি ও সমমানের ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।

ভর্তির আবেদনের যোগ্যতা হিসেবে বিভিন্ন কলেজে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখার জন্য বিভিন্ন ধরনের জিপিএ চাওয়া হয়।

* ময়মনসিংহ নটর ডেম কলেজ—

ময়মনসিংহ নটর ডেম কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় শিক্ষার্থী ভর্তির যোগ্যতা প্রকাশ করেছে। কলেজ কোড ৭৩১৪। ইআইআইএন ১৩৭০৩১।

অনলাইনে ভর্তির যোগ্যতা—

১. বিজ্ঞান শাখা (উচ্চতর গণিতসহ)- জিপিএ ৪.৭০,

২. মানবিক শাখা- জিপিএ ৩.৫০,

৩. ব্যবসায় শিক্ষা শাখা- জিপিএ ৩.০০,

৪. বিজ্ঞান শাখা থেকে মানবিক অথবা ব্যবসায় শিক্ষা শাখা- জিপিএ ৪.০০।

আরও পড়ুন

ভর্তি বিষয়ে যোগাযোগ: নটর ডেম কলেজ ময়মনসিংহ, বাড়েরা, ঢাকা বাইপাস মোড়, ময়মনসিংহ। ফোন-০১৮০৫০০৩১৭৭। বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট

* সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ—

সামসুল হক খান স্কুল অ্যান্ড ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় শিক্ষার্থী ভর্তির যোগ্যতা প্রকাশ করেছে। কলেজ কোড ১০৬২। ইআইআইএন ১০৭৯১৫।

অনলাইনে ভর্তির যোগ্যতা:—

১. বিজ্ঞান শাখা- জিপিএ ৪.৮৩,

২. মানবিক শাখা- জিপিএ ৪.০০,

৩. ব্যবসায় শিক্ষা শাখা- জিপিএ ৩.৫০

ভর্তির আসন সংখ্যা—

১. বিজ্ঞান শাখা- ৭৭৫টি

২. মানবিক শাখা- ১৬০টি

৩. ব্যবসায় শিক্ষা শাখা- ৩০০টি।

ভর্তি বিষয়ে যোগাযোগ: সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, মাতুয়াইল, ডেমরা, ঢাকা। ফোন-০১৮১৫৫৮৮৬৩০। বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট

আরও পড়ুন
আরও পড়ুন