ডেন্টালে ভর্তিতে সময় বৃদ্ধি
সরকারি ডেন্টাল কলেজ এবং মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিডিএস কোর্সের ভর্তির সময় বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি ডেন্টাল কলেজ/মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটগুলোতে বিডিএস কোর্সে ভর্তির সময়সীমা আগামী ৬ এপ্রিল অফিস চলাকালীন সময় পর্যন্ত বর্ধিত করা হলো। একই সঙ্গে মাইগ্রেশনে ইচ্ছুক শিক্ষার্থীদের টেলিটকের ওয়েব পোর্টালে অনলাইন মাইগ্রেশনের আবেদন দাখিলের সময়সীমা ৬ এপ্রিল পর্যন্ত এবং সংশ্লিষ্ট অধ্যক্ষ কর্তৃক শিক্ষার্থীদের মাইগ্রেশনের তথ্য টেলিটকের ওয়েব পোর্টালে অগ্রবর্তীকরণের শেষ তারিখ ৭ এপ্রিল দুপুর ১২টা পর্যন্ত বর্ধিত করা হলো।
এদিকে দেশের বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিডিএস ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তিতে আবেদন শুরু হয়েছে ২৫ মার্চ থেকে। এ কার্যক্রম শেষ হবে আগামী ১৫ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিটে। এ কোর্সে মূল ভর্তির কার্যক্রম আগামী ১২ মে শুরু হয়ে ১৯ মে শেষ হবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীকে টেলিটকের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন দাখিলের সময় ছেলেদের জন্য ২৩টি ও মেয়েদের জন্য ২৫টি ডেন্টাল কলেজ/মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের পছন্দক্রম উল্লেখ বাধ্যতামূলক। অন্যথায় আবেদন বিবেচিত হবে না। ‘বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল’ কর্তৃক প্রণীত ভর্তি নীতিমালা ২০২৫ অনুযায়ী অনলাইনে নির্ধারিত ছকে আবেদন করতে হবে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিডিএস ভর্তি পরীক্ষায় কৃতকার্য প্রার্থীরা অনলাইন আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। ২১ এপ্রিল নির্বাচিত ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে এবং শিক্ষার্থীদের মেসেজ দেওয়া হবে। প্রথম নিশ্চয়নের শেষ তারিখ ২৬ এপ্রিল এবং দ্বিতীয় নিশ্চায়ন করতে হবে ৪ মে’র মধ্যে। ওয়েবসাইটে চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ৮ মে।