ঢাকা বিশ্ববিদ্যালয়ে গভার্ন্যান্স স্টাডিজে মাস্টার্স, যোগ্যতা ডিগ্রি পাস

ঢাকা বিশ্ববিদ্যালয়ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধীনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রফেশনাল মাস্টার ইন গভার্ন্যান্স স্টাডিজ (পিএমজিএস) প্রোগ্রামে ১৮তম ব্যাচ প্রথম সেমিস্টারে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। কোর্সটির মেয়াদ ১৮ মাস ।

ভর্তির যোগ্যতা—

১. প্রার্থীকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রির অধিকারী হতে হবে

২. স্নাতকসহ সব ধরনের পাবলিক পরীক্ষায় ন্যূনতম ২য় শ্রেণি বা সিজিপিএ ২.৫০ থাকতে হবে

৩. সরকারি ও বেসরকারি পর্যায়ে কাজ করা প্রার্থীদের আবেদনের জন্য উৎসাহিত করা হচ্ছে

আরও পড়ুন

আবেদনপত্রের বিস্তারিত—

নগদ ১ হাজার ৫০০ টাকার বিনিময়ে ২০ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কার্যালয় হতে (শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত এবং শুক্রবার বেলা ৩টা হতে রাত ৮টা পর্যন্ত) ভর্তির আবেদনপত্র ও আনুষঙ্গিক কাগজপত্র সংগ্রহ করা যাবে।

যে সব কাগজ জমা দিতে হবে—

আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দিষ্ট সময়ের মধ্যে নিচের যেসব কাগজ জমা দিতে হবে।

১.তিন কপি পাসপোর্ট সাইজের ছবি

২.সব পরীক্ষার সনদপত্র

৩. নম্বরপত্রের সত্যায়িত ফটোকপিসহ

আরও পড়ুন

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা—

আবেদনপত্র জমা দেওয়ার জন্য যোগাযোগ: কক্ষ নং-৪১০ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন (৪র্থ তলা), ঢাকা বিশ্ববিদ্যালয়।

ভর্তির বিস্তারিত তথ্য—

১. আবেদনের শেষ তারিখ: ২০ আগস্ট ২০২৫।

২. ভর্তি পরীক্ষার তারিখ: ২২ আগস্ট ২০২৫, শুক্রবার, সময়: বেলা ৩টা।

৩. ক্লাসের সময়: প্রতি শুক্রবার ও শনিবার ।

* বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট: