গুচ্ছের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর দুই ছাত্রীর

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কেন্দ্রে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের পরীক্ষা দিচ্ছেন ভর্তি–ইচ্ছুক প্রার্থীরা। ৩০ জুলাই, ঢাকা।
ছবি: আশিকুজ্জামান

গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়েছেন দুজন ছাত্রী। তাঁরা ৮৭ দশমিক ৫০ নম্বর পেয়েছেন। ওই পরীক্ষার্থীর একজন হলেন সুমাইয়া রহমান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে পরীক্ষায় অংশ নিয়েছেন। অপরজন হলেন সুমাইয়া বিনতে মাসুদ, তিনি খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কেন্দ্র থেকে পরীক্ষায় অংশ নিয়েছেন।

আজ বৃহস্পতিবার গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। গত শনিবার দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত দেশের ১৯টি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অধীন ৫৭টি উপকেন্দ্রে একযোগে এই পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৯৫ দশমিক ১০।

বিজ্ঞান বিভাগে ৩০ নম্বর পেয়ে ৯৫ দশমিক ৫৫ শতাংশ শিক্ষার্থী ভর্তির জন্য যোগ্যতা অর্জন করেছেন। সরকারি ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এই বছর ১ লাখ ৬১ হাজার ৭৬৭ পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ৮৫ হাজার ৫৪২ জন ভর্তির যোগ্যতা অর্জন করেছেন।

আরও পড়ুন

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।