মেডিকেলের ৪র্থ অপেক্ষমাণ তালিকা প্রকাশ, সুযোগ পেলেন ৯৯ জন

চিকিৎসক
প্রতীকী ছবি

২০২২-২৩ শিক্ষাবর্ষে দেশের সরকারি মেডিকেল কলেজে ভর্তির চতুর্থ অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হয়েছে। এ অপেক্ষমাণ তালিকা থেকে ৯৯ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন। আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘২০২২-২০২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে সরকারি মেডিকেল কলেজসমূহের শুন্য আসনে নিয়মানুসারে মেধা ও পছন্দের ভিত্তিতে ৪র্থ দফায় স্বয়ংক্রিয় অভিপ্রায়ন (মাইগ্রেশন) শেষে অপেক্ষমাণ তালিকা হতে ৯৯ (নিরানব্বই) জনকে ভর্তির জন্য মনোনীত করা হলো।’

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সরকারি মেডিকেল কলেজগুলোয় মাইগ্রেশনে সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষের দপ্তরে যোগাযোগপূর্বক ১৪ থেকে ২৭ আগস্টের মধ্যে অবশ্যই মাইগ্রেশনের প্রক্রিয়া অর্থাৎ বর্তমানে ভর্তি থাকা কলেজ থেকে বদলি ও মাইগ্রেশন করা কলেজে ভর্তির সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। এ সময়ের মধ্যে মাইগ্রেশনপ্রাপ্ত শিক্ষার্থীদের কেউ ভর্তি হতে ব্যর্থ হলে উভয় কলেজ থেকে তাঁর ছাত্রত্ব বাতিল হয়ে যাবে।

আরও পড়ুন