রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ক্লাস শুরুর কার্যক্রম আবার স্থগিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ ফের স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ নিয়ে দ্বিতীয় দফায় পেছাল ক্লাস শুরুর সময়। তবে কবে নাগাদ ক্লাস শুরু হবে সেই বিষয়েও নির্দিষ্ট করে জানাননি কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৫ জুলাই থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের পাঠদান কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণে সেটি স্থগিত করা হয়েছে। পাঠদান শুরুর নতুন তারিখ যথাসময়ে জানানো হবে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) অনুষ্ঠিতব্য এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের আগামীকাল শুক্রবারের ভর্তি পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করেছে ইনস্টিটিউটটি। ভর্তি পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক জিন্নাত আরা বেগম।

আরও পড়ুন
আরও পড়ুন

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের পাঠদান কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। তবে ওই দিন থেকে ‘প্রত্যয় স্কিমের’ প্রজ্ঞাপন প্রত্যাহারসহ তিন দাবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা সর্বাত্মক কর্মবিরতি পালন করছিলেন। ফলে পাঠদান কার্যক্রম পেছানো হয়েছিল। জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতে তখন বলা হয়েছিল, ১৫ জুলাই প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। তবে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের ধারাবাহিক আন্দোলনের ফলে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম স্থগিত আছে। এতে পূর্বঘোষিত সময় অনুযায়ী প্রথম বর্ষের ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন