পরীক্ষায় অংশ নিতে সকাল থেকেই কেন্দ্রের সামনে শিক্ষার্থীদের ভিড়। কবি নজরুল সরকারি কলেজ, ১৯ আগস্ট ২০২২।
ছবি: আশিকুজ্জামান

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর ১২টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজ সকালে পুরান ঢাকার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজের সামনে দেখা যায়, পরীক্ষায় অংশ নিতে সকাল থেকেই শিক্ষার্থীরা কেন্দ্রের সামনে অবস্থান করতে শুরু করেন। শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকেরাও পরীক্ষা কেন্দ্রের সামনে অবস্থান করছেন। সকাল ১০টার পর পরীক্ষা কেন্দ্রের গেট খুলে দেওয়া হয়।

কেন্দ্রগুলো হলো—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভবন-১ ও ২, সেন্ট্রাল উইমেন্স কলেজ, শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্র্যাজুয়েট কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ ও ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ।