বাউবিতে প্রফেশনাল এমবিএ প্রোগ্রামে ভর্তির সুযোগ
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) ১ বছর এবং ২ বছর মেয়াদি প্রফেশনাল এমবিএ প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহীরা আবেদনের সুযোগ পাবেন ১৭ অক্টোবর পর্যন্ত।
প্রোগ্রামের মেজর এরিয়া: হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, মার্কেটিং, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং।
যোগ্যতা: সিজিপিএ-২.৫০ সহ ৪ বছরের বিবিএ ডিগ্রিধারীদের জন্য এ প্রোগ্রাম হবে ১ বছর মেয়াদি এবং অন্য গ্র্যাজুয়েটদের জন্য ২ বছর মেয়াদি।
ভর্তির যোগ্যতা: যেকোনো ডিসিপ্লিনে গ্র্যাজুয়েট ও মৌখিক পরীক্ষায় গ্রহণযোগ্য স্কোর।
আবেদনের প্রক্রিয়া: আবেদন ফরম পাওয়া যাবে এই ওয়েবসাইট থেকে অথবা অনলাইন আবেদনপত্র লিংকের জন্য [email protected] ঠিকানায় মেইল করতে হবে। জনতা ব্যাংক, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাখা, গাজীপুর এর ‘Evening MBA Central (online A/c) No. 0100018803865’ অ্যাকাউন্টে জনতা ব্যাংকের যেকোনো শাখায় এক হাজার টাকা আবেদন ফি জমা দিতে হবে।
মৌখিক পরীক্ষার তারিখ ও স্থান
১৮ অক্টোবর ২০২৪ বিকেল ৪টায়: ঢাকা ক্যাম্পাস, ৪/ক, গভ. ল্যাবরেটরি স্কুল রোড, ধানমন্ডি, ঢাকা।
১৮ অক্টোবর ২০২৪ সকাল ৯টায়: গাজীপুর ক্যাম্পাস।
নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪।
বিস্তারিত তথে৵র জন্য ওয়েবসাইট: www.bou.ac.bd