ক্যাডেট কলেজ ক্লাব লিট সোসাইটির যাত্রা

প্রাক্তন ক্যাডেটদের সামাজিক সংগঠন ক্যাডেট কলেজ ক্লাবের অঙ্গসংগঠন হিসেবে ক্লাবের সদস্য, তাদের পরিবার এবং সাহিত্যানুরাগী প্রাক্তন ক্যাডেটদের শিল্প-সাহিত্য চর্চা অব্যাহত রাখার অভিপ্রায়ে যাত্রা শুরু করল ক্যাডেট কলেজ ক্লাব লিটারারি সোসাইটি। ২ মে রাজধানীর গুলশানে ক্যাডেট কলেজ ক্লাবের সেমিনার হলে প্রথম আহ্বায়ক কমিটির সভায় প্রাক্তন ক্যাডেট, স্থপতি ও লেখক শাকুর মজিদকে প্রধান (চেয়ার) করে এ বছরের জন্য ১০ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হয়।

কো-চেয়ার হিসেবে আছেন ইকরাম কবির, কাজী আহমেদ পারভেজ ও লুতফুল হোসেন। কমিটির অন্য সদস্যরা হলেন সদস্যসচিব অভীক সানোয়ার রহমান, কোষাধ্যক্ষ মাসুদ বুলবুল। নির্বাহী সদস্য মিরাজুল ইসলাম, কামরুল হাসান, তাহমিনা শবনম হক ও সাবিহা রহমান। এর আগে গত ২৫ এপ্রিল ক্লাব সভাপতি গ্রুপ ক্যাপ্টেন (অব.) মোহাম্মদ আলমগীর, সহসভাপতি মোসলেহ-উজ-জামান, সাধারণ সম্পাদক জসিম আল আমিনের উপস্থিতিতে এক সভায় সাহিত্য অনুরাগী প্রাক্তন ক্যাডেটদের শিল্প-সাহিত্যবিষয়ক কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য ক্লাবের পৃষ্ঠপোষকতায় স্বতন্ত্রভাবে একটি সংগঠনের কার্যক্রম চালানোর সিদ্ধান্ত হয়। সে সময়ে সাত সদস্যের একটি আহ্বায়ক কমিটিও গঠন করা হয়। বিজ্ঞপ্তি