চার মেধাবীর চার পরামর্শ

প্রবল ইচ্ছা থাকতে হবে, আত্মবিশ্বাসী হতে হবে। বুয়েটের ক্ষেত্রে, স্রেফ অন্য বন্ধুরা পরীক্ষা দিচ্ছে বলে তোমাকেও দিতে হবে—এমন যেন না হয়।

শোয়াইব আহমেদ

২০১৫ সালে বুয়েট ভর্তি পরীক্ষার মেধাতালিকায় প্রথম

যে বিষয়েই পড়ার সুযোগ পাও না কেন, সেটাতেই চাইলে ভালো করা সম্ভব। হতাশ হওয়ার কিছু নেই।

অর্পিতা হক

২০১২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম

পরীক্ষায় যে প্রশ্নটা কঠিন, সেটা সবার জন্যই কঠিন। তুমি কোনো প্রশ্নের উত্তর পারছ না বলে ঘাবড়ে যেয়ো না।

শামসুল নাওয়েদ

২০১৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষায় (আইবিএ) প্রথম

সেবার মনমানসিকতা না থাকলে মেডিকেলে ভর্তি না হওয়া ভালো।

আনিকা তাহ্‌সিন

২০১৩ সালের এমবিবিএস ভর্তি পরীক্ষায় সারা দেশে প্রথম