টাইনি টটস ও সামারফিল্ড ইন্টারন্যাশনাল স্কুলের সুবর্ণজয়ন্তীতে শোভাযাত্রা
টাইনি টটস ও সামারফিল্ড ইন্টারন্যাশনাল স্কুলের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২৭ জানুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আনন্দ শোভাযাত্রা আয়োজিত হয়েছে। এতে স্কুলের প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও অতিথিরা অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলে।
শোভাযাত্রার প্রধান আকর্ষণ ঘোড়ার গাড়ি ও সুসজ্জিত ট্রাকে চড়ে শিক্ষার্থীরা গানের সঙ্গে আনন্দ–উল্লাসে মুখর ছিল। আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করেন স্কুলের প্রিন্সিপাল আনজুম হোসেন। তিনি স্কুলের ৫০ বছরের পথচলায় সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জানান। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক-শিক্ষিকাসহ অন্যরা। তাঁর মা মিসেস ফাইজি চৌধুরীর হাত ধরে এই স্কুলের যাত্রা শুরু হয়। আনজুম হোসেন শিক্ষার্থীদের বলেন, প্রযুক্তিসমৃদ্ধ শিক্ষা গ্রহণ করে একটি স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় অংশ নিতে হবে।
টাইনি টটস ও সামারফিল্ড ইন্টারন্যাশনাল স্কুলের গৌরবময় ৫০ বছর উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে বিশেষ আনন্দ আয়োজন করা হয়েছে।
টাইনি টটস ও সামারফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল সুবর্ণজয়ন্তীকে স্মরণীয় করে রাখতে আগামী ২ ফেব্রুয়ারি বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে এক মিলনমেলা ও আনন্দ উৎসবের আয়োজন করেছে। এ আয়োজন সকাল ৭টায় শুরু হয়ে চলবে রাত ১১টা পর্যন্ত। এতে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে অংশ নেবেন স্কুলের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকেরা।
এই অনুষ্ঠানমালার মধ্যে আছে—হাজার কণ্ঠ: একতা আর সম্প্রীতির বার্তা নিয়ে স্কুলের শিক্ষার্থীরা গাইবে হাজার কণ্ঠে সমবেত সংগীত; ফুড অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল: এতে ভোজনরসিকদের জন্য থাকবে মুখরোচক খাবারের নানা সম্ভার এবং শিল্পীরা পরিবেশন করবেন গান; শিশুদের কার্নিভ্যাল: স্কুলের শিশুশিক্ষার্থীদের জন্য থাকবে বিশেষ খেলাধুলার আয়োজন; ট্যালেন্ট শো: শিক্ষার্থীদের পরিবেশনায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান; ড্রিল শো: থাকবে শিক্ষার্থীদের অংশগ্রহণে ড্রিল ডিসপ্লে; থিয়েটার: মঞ্চায়ন হবে মনোমুগ্ধকর নাটক। এতে ১৯৭৪ সালে স্কুলটি প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরা হবে; লেজার শো: রাতে লেজার শোর মাধ্যমে স্কুলের সুবর্ণজয়ন্তীর ঐতিহ্যবাহী আয়োজনকে স্মরণীয় করা হবে; ডকুমেন্টারি: স্কুলের পথচলার গৌরবময় অর্জন তুলে ধরা হবে এই ডকুমেন্টারিতে এবং লাইভ কনসার্ট: রাতের আয়োজনে আছে বিশেষ সংগীতানুষ্ঠান—গাইবেন হাবিব ওয়াহিদ, প্রীতম হাসান। থাকবে নেমেসিস ব্যান্ডের হাই ভোল্টেজ পরিবেশনা।
এ আয়োজনের সঙ্গে অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে রয়েছে প্রথম আলো, পাবলিকেশন পার্টনার হিসেবে রয়েছে প্রথমা প্রকাশন ও ম্যাগাজিন পার্টনার হিসেবে রয়েছে কিশোর আলো ও বিজ্ঞানচিন্তা।
এই উৎসবে অংশগ্রহণে রেজিস্ট্রেশন ও টিকিট বুকিংয়ের জন্য এই লিংকে যেতে হবে।