ইউআইটিএস-এ ‘প্রিপারেশন ফর অ্যাক্রিডিটেশন: ডকুমেন্টেশন অ্যান্ড এভিডেন্স’ এর ওপর কর্মশালা অনুষ্ঠিত
ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এবং বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল (বিএসি) ‘প্রিপারেশন ফর অ্যাক্রিডিটেশন: ডকুমেন্টেশন অ্যান্ড এভিডেন্স’–এর ওপর কর্মশালা হয়েছে। গত বুধবার (১৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে এ আয়োজন করা হয়।
বিএসির সম্মানিত সদস্য অধ্যাপক এস এম কবিরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন গ্রহণ করেন বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের (বিএসি) চেয়ারম্যান অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন ইউআইটিএসের উপাচার্য অধ্যাপক মো. আবু হাসান ভূঁইয়া।
চেয়ারম্যান প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘আমরা যাঁরা শিক্ষাপ্রতিষ্ঠানে আছি, আমরা চাই, ভালো ও উন্নতমানের শিক্ষা। উন্নতমানের শিক্ষার মাধ্যমেই আমরা নিজেদের উন্নত করতে পারব। আমরা নিজেদের, সমাজের ও দেশের পরিবর্তন আনতে পারব। বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল যে কাজগুলো করতে চায়, সেগুলো হচ্ছে শিক্ষাব্যবস্থা, শিক্ষার মান, কর্মসূচি, শিক্ষার্থীরা যেন ভালো ও উন্নতমানের শিক্ষা পায়, নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে এবং দেশ ও সমাজের কাজে লাগতে পারে তার ব্যবস্থা করা। তিনি এ কর্মশালার আয়োজন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে এবং কর্মশালায় অংশগ্রহণ করার জন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।’
উপাচার্য বিশেষ অতিথির বক্তব্যে বলেন, এই কর্মশালা উচ্চশিক্ষায় উৎকর্ষতা লাভ এবং তার মান উন্নয়নে সম্মেলিতভাবে কাজ করার মাধ্যমে আমরা এগিয়ে যেতে পারব। অ্যাক্রিডিটেশন শিক্ষাব্যবস্থায় উৎকর্ষতা ও সার্বক্ষণিক উন্নয়নের চাবি কাঠি। যার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদান, শিক্ষণ, গবেষণা ও উদ্ভাবন, শিক্ষার্থীদের সহায়তা, প্রশাসনিক দক্ষতা ইত্যাদির মান নির্ণয় করে। এই কর্মশালা আমাদের অ্যাক্রিডিটেশন এর প্রসেসকে সফলভাবে সম্পন্ন করতে সহায়তা করবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।
কর্মশালায় ‘প্রিপারেশন ফর অ্যাক্রিডিটেশন: ডকুমেন্টেশন অ্যান্ড এভিডেন্স’–এর ওপর মূল বক্তব্য উপস্থাপন করেন অধ্যাপক এস এম কবির এবং মূল বক্তব্য উপস্থাপনের পর তিনি উপস্থিত শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশ্নের উত্তর প্রদান করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইকিউএসির পরিচালক মো. সাফায়েত হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সিরাজ উদ্দীন আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আ ন ম শরীফ, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক মো. আশরাফুল ইসলাম, লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস অনুষদের ডিন সৈয়দা আফসানা ফেরদৌসী, বিজনেস অনুষদের ডিন ফারুক হোসেন, আইন অনুষদের ডিন মো. নাহিদুল ইসলাম, সব বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষকেরা। সমাপনী বক্তব্য দেন বিএসির পরিচালক (অ্যাক্রিডিটেশন) অধ্যাপক নাসির উদ্দীন আহাম্মেদ এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএসির উপপরিচালক (অ্যাক্রিডিটেশন) রিতা পারভীন। বিজ্ঞপ্তি