পাওয়ারলিফটিংয়ে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের তাসবিহুন নূরের স্বর্ণপদক অর্জন
জাপানের হিমেজিতে এশিয়ান আফ্রিকান প্যাসিফিক পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির শিক্ষার্থী তাশবিহুন নূর তুলনা চারটি স্বর্ণপদক অর্জন করেছেন।
শান্ত-মারিয়ামের গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া বিভাগের ৪৫তম ব্যাচের এই শিক্ষার্থী (জুনিয়র, ইউ ৭৬ কেজি) তাঁর ওজন শ্রেণীতে স্কোয়াট, বেঞ্চ প্রেস এবং ডেডলিফটে চ্যাম্পিয়নের স্বর্ণপদকসহ মোট ৩৮০ কেজি তুলে ৪টি স্বর্ণ জেতেন।
বিশ্ববিদ্যালটির এক প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ৫ থেকে ১৩ জুলাই জাপানে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। প্রতিযোগিতায় বাংলাদেশ পাওয়ারলিফটিং দল একই দিনে চারটি স্বর্ণপদক অর্জন করে। এর মধ্যে দিয়ে বাংলাদেশ পেয়েছে মোট ৯টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জপদক।