বিইউবিটিতে চাকরি মেলা অনুষ্ঠিত
শিক্ষার্থীদের চাকরি ও ইন্টার্নির সুযোগ করে দিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) আজ সোমবার চাকরি মেলার আয়োজন করা হয়েছিল। বিইউবিটির ক্যারিয়ার গাইডেন্স অফিস ও বিডি জবসের যৌথ আয়োজনে মেলাটি অনুষ্ঠিত হয়। চাকরি মেলায় সদ্য পাস করা তরুণ শিক্ষার্থীদের সরাসরি চাকরির সুযোগ তৈরি হয়েছে এবং তাঁরা উৎসাহ–উদ্দীপনার সঙ্গে চাকরির সাক্ষাৎকার পর্ব সম্পন্ন করেছেন। একই সঙ্গে তাঁদের পছন্দের প্রতিষ্ঠানে চাকরির আবেদন জমা দিয়েছেন।
অনুষ্ঠানে উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন হা-মীম গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সংসদ সদস্য এ কে আজাদ। প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, ‘দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠানে অনেক বিদেশি কর্মকর্তা কর্মরত রয়েছেন, যাঁদের বিশাল অঙ্কের বেতন দিতে হয়। যদি দক্ষ জনবল সৃষ্টি করে দেশীয় কর্মকর্তা দ্বারা সে কাজ করানো যায়, তাহলে দেশের জন্য বিপুল অঙ্কের অর্থ সাশ্রয় হবে।’
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটি ট্রাস্টের সাবেক চেয়ারম্যান অধ্যাপক সফিক আহমেদ সিদ্দিক। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (অর্থ) উজমা চৌধুরী, পরিচালক স্ট্যান্ডার্ড গ্রুপ ও স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান এইচ টি এম কাদের নেওয়াজ, ব্যাবিলন গ্রুপের পরিচালক এস এম এমদাদুল ইসলাম, বিডি জবস ডটকম লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও মো. এ কে এম ফাহিম মাশরুর, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও সিইও মো. মনির হোসেন, বিইউবিটির সহ-উপাচার্য অধ্যাপক মো. আলী নূর, জব ফেয়ার কমিটির আহ্বায়ক অধ্যাপক সৈয়দ মাসুদ হোসেন, বিইউবিটি ক্যারিয়ার গাইডেন্স অফিসের পরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান, মেসবাহুল হাসান উপপরিচালক বিইউবিটি ক্যারিয়ার গাইডেন্সসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ও উচ্চপর্যায়ের কর্মকর্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির পদ অলংকৃত করেন বিইউবিটির উপাচার্য অধ্যাপক মো. ফৈয়াজ খান। সভাপতি চতুর্থ শিল্পবিপ্লবের ফলে সৃষ্ট কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপক ব্যবহার সম্পর্কে আলোচনা করেন এবং পঞ্চম শিল্পবিপ্লবের প্রস্তুতি গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সব অনুষদের সম্মানিত ডিন, রেজিস্ট্রার, চেয়ারম্যান, শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা-কর্মচারী ও বিইউবিটি অ্যালামনাইরা। সম্মানিত অতিথিরা বিইউবিটির চাকরি মেলার সার্বিক সাফল্য কামনা করেন।
মেলায় দেশের ৪৯টি স্বনামধন্য প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। চাকরিপ্রত্যাশী বিইউবিটি গ্র্যাজুয়েটদের পদচারণে মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। আয়োজন সম্পর্কে বিইউবিটির সহ–উপাচার্য মো. আলী নূর বলেন, ‘এ ধরনের আয়োজনের মাধ্যমে আমাদের বর্তমান শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে জানতে পারছে এবং সেসব প্রতিষ্ঠানে চাকরির ক্ষেত্রে কী ধরনের যোগ্যতার প্রয়োজন, সে অনুযায়ী নিজেদের প্রস্তুত করতে পারবে।’
বিইউবিটি ট্রাস্টের সম্মানিত সদস্য ও একাডেমিক অ্যাডভাইজর অধ্যাপক মো. আবু সালেহ চাকরি মেলার সমাপনী ঘোষণা করেন। বিজ্ঞপ্তি