রাশিয়ায় পড়ার সুযোগ নিয়ে ঢাকায় সেমিনার অনুষ্ঠিত
ঢাকায় অবস্থিত রাশিয়ান হাউস রাশিয়া সরকারের সহযোগিতায় বৃত্তি পাওয়ার সম্ভাবনা নিয়ে একটি সেমিনারের আয়োজন করা হয়েছিল। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে রাশিয়ায় উচ্চশিক্ষার এ সুযোগ সম্পর্কে বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে গত শুক্রবার সেন্টার ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যান্ড কো-অপারেশনের (সিআইএসি) সহযোগিতায় এ আয়োজন করা হয়।
রাশিয়ান হাউসের ডিরেক্টর পাভেল দভইচেনকভ রাশিয়ান শিক্ষাব্যবস্থার হালনাগাদ তথ্য এবং অনলাইন প্ল্যাটফর্ম–এ প্রার্থীদের আবেদনের প্রক্রিয়া ও নথি জমা দেওয়ার বিস্তারিত বিবরণ দেন। রাশিয়ায় বৃত্তির জন্য মনোনীত যেকোনো বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের পড়াশোনা করা এবং বিশ্বমানের উচ্চশিক্ষা ও পেশাগত সম্ভাবনার বিষয়ে কথা বলেন তিনি। তিনি জানান, রাশিয়ান প্রাক্তন শিক্ষার্থীরা বাংলাদেশের বিভিন্ন সরকারি সেবা, বেসরকারি কোম্পানি ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন পদে কাজ করছেন। তিনি রাশিয়ায় উচ্চশিক্ষার অধ্যয়নের সুবিধার্থে রাশিয়ান হাউসে রাশিয়ান ভাষার কোর্সে অংশ নেওয়ার আহ্বান জানান।
পাভেল দভইচেনকভ সবাইকে ঢাকার রাশিয়ান হাউসে আগামীকাল সোমবার (৯ অক্টোবর) পরবর্তী সেমিনারে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান।
পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি অব রাশিয়ার (পিএফইউআর) পিএইচডি শিক্ষার্থী ও বাংলা প্রেসক্লাবের সভাপতি বারেক কায়সার ভিডিও কনফারেন্সে যোগ দেন। তিনি সেমিনারে অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান এবং সৌহার্দ্যপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ রুশ জনগণ, আধুনিক রাশিয়ান শিক্ষাব্যবস্থা এবং রাশিয়ায় অধ্যয়নের বর্তমান বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে ইতিবাচক সত্য তুলে ধরেন। তিনি যত তাড়াতাড়ি সম্ভব স্কলারশিপ নিয়ে রাশিয়ার বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ নেওয়ার পরামর্শ দেন।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন রাশিয়ান প্রাক্তন ছাত্র এ কে এম মুজাহিদুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ও সিআইএসির পরিচালক।