ক্যাডেট কলেজে ভর্তি, লিখিত পরীক্ষার ফল প্রকাশ, দেখুন ফল
ক্যাডেট কলেজে সপ্তম শ্রেণিতে ভর্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ রোববার (২ ফেব্রুয়ারি) ক্যাডেট কলেজের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষা ৯ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। তবে ১৪ ও ১৫ ফেব্রুয়ারি সরকারি ছুটি থাকায় মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষার নির্ধারিত তারিখ ও সময় ৪ ফেব্রুয়ারি ওয়েবসাইটে প্রকাশ করা হবে। মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষা ঢাকা সেনানিবাসের ২৫ ই বেঙ্গলে (সিগন্যাল গেট/অফিসার্স মেস সি–সংলগ্ন) অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষায় পরীক্ষার্থীদের সঙ্গে বাবা ও মাকে উপস্থিত থাকতে হবে।
ক্যাডেট কলেজগুলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল শাখার প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান। লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম এবং অতিরিক্ত শিক্ষা কার্যক্রমের মাধ্যমে ক্যাডেটদের সুনাগরিক ও চৌকস ব্যক্তিত্ব হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। গত ৪ জানুয়ারি ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বর্তমানে বাংলাদেশে ১২টি ক্যাডেট কলেজ রয়েছে। ছেলেদের জন্য ৯টি ও মেয়েদের জন্য ৩টি ক্যাডেট কলেজে ছাত্রছাত্রী ভর্তি করা হবে। ক্যাডেট কলেজগুলোতে ভর্তি নেওয়া হয় ৭ম শ্রেণিতে। ভর্তির প্রক্রিয়াটি হয় লিখিত, মৌখিক ও স্বাস্থ্যগত পরীক্ষার মাধ্যমে।
ফল দেখতে এখানে ক্লিক করুন