বিএসএমএমইউর সোমবারের সব পরীক্ষা স্থগিত, কারণ অনিবার্য

বিএসএমএমইউ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধিভুক্ত মেডিকেল কলেজ ও ইনস্টিটিউটগুলোর আগামীকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। তবে স্থগিতকৃত পরীক্ষা কবে নেওয়া হবে, তা জানানো হয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এই বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত সব মেডিকেল কলেজ ও ইনস্টিটিউটের ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সব পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। ৩ ফেব্রুয়ারির সব পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময় বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানানো হবে। বিষয়টি পরীক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার অবগতির জন্য অবহিত করা হলো।’
*বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

আরও পড়ুন