নার্সিং লাইসেন্সিং পরীক্ষায় ফল প্রকাশ, দেখুন বিস্তারিত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধীন কম্প্রিহেন্সিভ (লাইসেন্সিং) পরীক্ষায় ফলাফল প্রকাশ করা হয়েছে। গতকাল শুক্রবার (২৯ মার্চ) এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার পরে ফল প্রকাশ করা হয়। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধীন ২৯ মার্চ অনুষ্ঠিত কম্প্রিহেন্সিভ (লাইসেন্সিং) পরীক্ষার ফলাফল কাউন্সিলের পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির অনুমোদনক্রমে উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর ক্রমানুযায়ী প্রকাশ করা হলো।’

আরও পড়ুন

এ ছাড়া অনুষ্ঠিত পরীক্ষায় ডিপ্লোমা ইন মিডওয়াইফারির ১ হাজার ৫৬৮ শিক্ষার্থীর মধ্যে ১ হাজার ২১০ জন, বিএসসি ইন নার্সিংয়ের (বেসিক) ২ হাজার ৩২০ জন শিক্ষার্থী মধ্যে ২ হাজার ৫২ জন, ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার টেকনোলজির ১৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

*ফলাফল দেখতে এখানে ক্লিক করুন

আরও পড়ুন