ভিকারুননিসায় পাস ৯৮ শতাংশের বেশি, ১১৬৬ জন পেয়েছে জিপিএ–৫
সাবরিনা ইসলাম বাসা থেকেই ফল জেনে এসেছেন। অপেক্ষা করছিলেন বন্ধুদের জন্য। স্কুলের ফটকের পাশেই দেখা হলো প্রিয় বন্ধু জান্নাতুল ফেরদৌসের সঙ্গে। দুজনের ফলাফল জিপিএ-৫। এই দুই বন্ধুর উচ্ছ্বাস এখন পুরো ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ।
আজ রোববার চলতি বছরের এইচএসসি ও সমমানের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ভিকারুননিসা নূর স্কুল অ্যান্ড কলেজে পাস ৯৮ দশমিক ৬৫ শতাংশ। জিপিএ–৫ পেয়েছেন ১ হাজার ১৬৬ জন।
ভিকারুননিসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘এবার সামগ্রিক ফলাফল গতবারের চেয়ে তুলনামূলক কম ভালো হলেও তাঁর প্রতিষ্ঠান ভালো ফল করার চেষ্টা করেছে। তবে আরও ভালো হতে পারত।’ তিনি জানান, এবার অকৃতকার্য ৩৫ শিক্ষার্থীদের মধ্যে ২৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পরীক্ষা শেষ করতে পারেননি। এ ছাড়া তিন শিক্ষার্থীর মা মারা গেছেন।
অধ্যক্ষ কেকা রায় চৌধুরী আরও বলেন, করোনার পর থেকে শিক্ষার্থীরা ক্লাসের চাইতে অনলাইনে আগ্রহী হচ্ছেন, কিন্তু সেখানে পড়াশোনা সঠিকভাবে হয় না। শিক্ষার্থীদের ক্লাসমুখী হতে হবে।
মেহেরুন্নিসা নামের এক অভিভাবক কাঁদতে কাঁদতে ফলাফল টানানো বোর্ডে মেয়ের ফলাফল খুঁজছিলেন। তাঁকে অন্য অভিভাবকেরা সহায়তা করেন। তাঁর মেয়ে বিজ্ঞান বিভাগ থেকে পাস করেছেন শুনে আরও আবেগী হয়ে পড়েন তিনি। মেয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অসুস্থ থাকায় আসতে পারেননি বলে জানান তিনি।
স্কুলশিক্ষক কামরুন্নাহারের মেয়ে ইফফাত রাইসাও ভিকারুননিসা থেকে এবার জিপিএ-৫ পেয়ে পাস করেছেন। মেয়ের ফলাফলে ভীষণ খুশি তিনি। তাঁর চাওয়া, মেয়ে প্রশাসনিক কর্মকর্তা হবেন।
এদিকে চলতি বছরের (২০২৩) এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪। গতবার এ হার ছিল ৮৫ দশমিক ৯৫।