লালবাগ কেল্লার দুটি বৈশিষ্ট্য লিখ

ফাইল ছবি

বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সংক্ষিপ্ত উত্তর–প্রশ্ন

প্রশ্ন: ব্রিটিশদের ‘ভাগ করো শাসন করো’ নীতির ফলে কী হয়েছিল?

উত্তর: ব্রিটিশদের ‘ভাগ করো শাসন করো’ নীতির ফলে এ দেশের মানুষের মধ্যে ধর্ম, বর্ণ, জাতি ও অঞ্চলভেদে বিভেদ সৃষ্টি হয়।

প্রশ্ন: ‘ছিয়াত্তরের মন্বন্তর’ কী?

উত্তর: ব্রিটিশ শাসনামলে অনেক কারিগর বেকার ও অনেক কৃষক গরিব হয়ে যায়। এর ফলে বাংলায় দুর্ভিক্ষ দেখা দেয়। এই ভয়াবহ দুর্ভিক্ষ বাংলা ১১৭৬ সালে (ইংরেজি ১৭৭০) হয়েছিল, ‘যা ছিয়াত্তরের মন্বন্তর’ নামে পরিচিত।

প্রশ্ন: বাংলায় নবজাগরণ কাকে বলে?

উত্তর: ব্রিটিশ শাসন আমলে শিক্ষা ও যোগাযোগব্যবস্থার উন্নয়নের ফলে উনিশ শতকে বাংলায় নবজাগরণ ঘটে। এ সময় সামাজিক সংস্কারসহ শিক্ষা, সাহিত্য ও জ্ঞান–বিজ্ঞানের ব্যাপক প্রসার ঘটে। এটিই বাংলায় নবজাগরণ।

আরও পড়ুন

প্রশ্ন: লালবাগ কেল্লার দুটি বৈশিষ্ট্য লিখ।

উত্তর: লালবাগ কেল্লার দুটি বৈশিষ্ট্য হলো:

১. দুর্গটি সম্পূর্ণ ইটের তৈরি।

২. দুর্গের দক্ষিণে গোপন প্রবেশপথ এবং একটি তিন গম্বুজবিশিষ্ট মসজিদ রয়েছে।

প্রশ্ন: ‘সোমপুর মহাবিহার’ কী এবং এটি কোথায় অবস্থিত?

উত্তর: ‘সোমপুর মহাবিহার’ ২৪ মিটার উঁচু একটি গড়। এটি রাজশাহী বিভাগের নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত।

  • রাবেয়া সুলতানা, শিক্ষক, বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা

আরও পড়ুন