এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, এবার পরীক্ষা পূর্ণ নম্বরে

প্রথম আলো ফাইল ছবি

আগামীকাল বৃহস্পতিবার (১৭ আগস্ট) এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। তবে প্রথম দিনে অনুষ্ঠিত হবে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের পরীক্ষা। প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রামসহ তিন শিক্ষা বোর্ডের প্রথম ৪টি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এসব বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু হবে ২৭ আগস্ট। বৃহস্পতিবার পরীক্ষার প্রথম দিনে অনুষ্ঠিত হবে বাংলা প্রথম পত্রের পরীক্ষা। পরীক্ষা শুরু হবে সকাল ১০ টায়।

এ পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানের জন্য নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি বছর সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষার্থীরা অংশ নেবেন। তবে আইসিটিতে ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরের পরীক্ষা হবে।

এইচএসসি পরীক্ষা কেন্দ্র করে ১৪ আগস্ট থেকে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ৪৩ দিন সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে।

আরও পড়ুন

বন্যার কারণে মাদ্রাসা, কারিগরি এবং চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের চারটি পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়। স্থগিত চারটি বিষয়ের পরীক্ষার সময়সূচিও ঘোষণা করা হয়েছে।

সংশোধনী: এ নিউজের প্রথম প্যারায় এইচএসসি পরীক্ষা শুরুর সময় বলা হয়েছিল বেলা ২টা। আসলে পরীক্ষা শুরু হবে সকাল ১০ টায়। তথ্য সঠিক না দেওয়ায় আমরা দু:খিত।