অশুদ্ধ বাক্যগুলো লেখো শুদ্ধ করে

বাংলা ২য় পত্র: ব্যাকরণ

# নিচের বাক্য শুদ্ধ করে লেখো।

অশুদ্ধ: আবশ্যকীয় িবছানাপত্র নিয়ে আসবেন।

শুদ্ধ: আবশ্যক িবছানাপত্র নিয়ে আসবেন।

অশুদ্ধ: বাংলাদেশ একটি উন্নতশীল রাষ্ট্র।

শুদ্ধ: বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্র।

অশুদ্ধ: গাছটি সমূলসহ উৎপাটিত হয়েছে।

শুদ্ধ: গাছটি সমূলে উৎপাটিত হয়েছে।

অশুদ্ধ: আসছে আগামীকাল কলেজ বন্ধ থাকবে।

শুদ্ধ: আগামীকাল কলেজ বন্ধ থাকবে।

অশুদ্ধ: মেয়েটি বিদ্বান কিন্তু ঝগড়াটে।

শুদ্ধ: মেয়েটি বিদুষী কিন্তু ঝগড়াটে।

অশুদ্ধ: এমন একটি ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি।

শুদ্ধ: এমন একটি ঘটনা প্রত্যক্ষ করেছি।

অশুদ্ধ: উৎপন্ন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন।

শুদ্ধ: উৎপাদন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন।

অশুদ্ধ: অধ্যাপনাই ছাত্রদের তপস্যা বা অধ্যায়নই ছাত্রদের তপস্যা।

শুদ্ধ: অধ্যয়নই ছাত্রদের তপস্যা।

অশুদ্ধ: অন্যায়ের প্রতিফলন দুর্নিবার্য।

শুদ্ধ: অন্যায়ের প্রতিফল অনিবার্য।

অশুদ্ধ: অন্যায়ের ফল দুর্নিবার্য।

আরও পড়ুন

শুদ্ধ: অন্যায়ের প্রতিফল অনিবার্য।

অশুদ্ধ: অন্নাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার।

শুদ্ধ: অন্নাভাবে প্রতি ঘরে হাহাকার বা অন্নাভাবে ঘরে ঘরে হাহাকার।

অশুদ্ধ: অতিলোভে তাতী নষ্ট।

শুদ্ধ: অতিলোভে তাঁতি নষ্ট।

অশুদ্ধ: অতিশয় দুঃখিত হলাম।

শুদ্ধ: খুব দুঃখ পেলাম ।

অশুদ্ধ: অভাবগ্রস্ত ছাত্রটি তার দুরাবস্থার কথা সাশ্রুনয়নে বর্ণনা করল।

শুদ্ধ: অভাবগ্রস্ত ছাত্রটি তার দুরবস্থার কথা অশ্রুপূর্ণ নয়নে বর্ণনা করল।

অশুদ্ধ: দারিদ্র্যতা আমাদের অভিশাপ।

শুদ্ধ: দারিদ্র্য আমাদের অভিশাপ।

অশুদ্ধ: দৈন্যতা সব সময় প্রশংসনীয় নহে।

শুদ্ধ: দীনতা সব সময় প্রশংসনীয় নহে।

অশুদ্ধ: পাতা পাতায় পড়ে শিশির নিশির।

শুদ্ধ: পাতায় পাতায় পড়ে নিশির শিশির।

অশুদ্ধ: ফেলো টাকা মাখো তেল।

শুদ্ধ: ফেলো কড়ি মাখো তেল।

অশুদ্ধ: বন্দরে কয়েকটি ডিপার্টমেন্টাল স্টোর আছে।

শুদ্ধ: বাজারে কয়েকটি ডিপার্টমেন্টাল স্টোর আছে।

অশুদ্ধ: মেয়েটি বেশ বুদ্ধিমান।

শুদ্ধ: মেয়েটি বেশ বুদ্ধিমতী।

অশুদ্ধ: মাতাহীন শিশুর কী দুঃখ।

শুদ্ধ: মাতৃহীন শিশুর কী দুঃখ।

অশুদ্ধ: মামলা চালাতে গিয়ে লোকটি সর্বশান্ত হলো।

শুদ্ধ: মামলা চালাতে গিয়ে লোকটি সর্বস্বান্ত হলো।

অশুদ্ধ: অল্প দিনের মধ্যে তিনি আরোগ্য হলেন।

শুদ্ধ: অল্প দিনের মধ্যে তিনি আরোগ্য লাভ করলেন।

অশুদ্ধ: আইনানুসারে তিনি এ কাজ করতে পারেন না।

শুদ্ধ: আইনত তিনি এ কাজ করতে পারেন না।

অশুদ্ধ: আপনার সঙ্গে আমার গোপন পরামর্শ আছে।

শুদ্ধ: আপনার সঙ্গে আমার একটা গোপনীয় পরামর্শ আছে।

অশুদ্ধ: আবশ্যকীয় ব্যয়ে কার্পণ্যতা অনুচিৎ।

শুদ্ধ: আবশ্যক ব্যয়ে কৃপণতা (বা কার্পণ্য) অনুচিত।

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা