মাদ্রাসায় পাসের হার, জিপিএ–৫ দুটোই কমেছে
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন আলিম পরীক্ষায় এবার পাসের হার ৯০ দশমিক ৭৫। যা গতবারের পরীক্ষায় ছিল ৯২ দশমিক ৫৬ শতাংশ। পাসের হারের পাশাপাশি এবার ফলের সর্বোচ্চ সূচক জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে। এবার জিপিএ–৫ পেয়েছেন ৭ হাজার ৯৭ জন। গতবার পেয়েছিলেন ৯ হাজার ৪২৩ জন।
আজ রোববার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার সারা দেশে ২ হাজার ৬৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আলিমে ৯৫ হাজার ৬৮৪ জন পরীক্ষা দিয়েছিলেন। এর মধ্যে পাস করেছেন ৮৬ হাজার ৮৩২ জন। এর মধ্যে ছাত্র ৪৬ হাজার ২৭২ এবং ছাত্রী ৪০ হাজার ৭৪৫ জন।
এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি তুলে দেওয়া হয়। দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রীর এ সংবাদ সম্মেলন হয়েছে।
গত ১৭ আগস্ট শুরু হয়েছিল এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। অবশ্য প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা কিছুদিন পর শুরু হয়েছিল। এবার পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী একটি ছাড়া সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা হয়েছে। শুধু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষা শেষ সময়ে এসে ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।