ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও চারুকলার ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল আজ সোমবার (৫ জুন) প্রকাশিত হবে। বেলা ১টায় ফলাফল প্রকাশ করা হবে। প্রকাশের পরই ফলাফল ওয়েবসাইটে দেখতে পাবেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাসংক্রান্ত ওয়েবসাইটে গতকাল রোববার প্রকাশিত নোটিশে বলা হয়েছে, ‘আগামীকাল সোমবার বেলা ১টায় বিজ্ঞান ও চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।’

আরও পড়ুন

ফল প্রকাশের পরই মেধাক্রম অনুযায়ী উত্তীর্ণ প্রার্থীদের তালিকা ও ফলাফল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এ ছাড়া শিক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন শেষ হয় গত ২০ মার্চ। চারটি ইউনিটে ৫ হাজার ৯৬৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২ লাখ ৯৮ হাজার ৪৩০ জন। চারুকলা ইউনিটে ১৩০টি আসনের বিপরীতে আবেদন পড়েছিল ৭ হাজার ৯৬টি।

আরও পড়ুন

বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১২ মে বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বিভাগীয় শহরের পরীক্ষাকেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। ১ হাজার ৮৫১টি আসনের বিপরীতে ১ লাখ ২৭ হাজার ৭৫ শিক্ষার্থী আবেদন করেছিলেন।

আরও পড়ুন