সরকারি ৩৭ মেডিকেলে শিক্ষকের ১৫৫ নতুন পদ

ঢাকা মেডিকেল, রাজশাহী মেডিকেল, চট্টগ্রাম মেডিকেল কলেজসহ দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজের সার্জারি বিভাগের জন্য রাজস্ব খাতে স্থায়ী ১৫৫টি পদ সৃজনের অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অর্থ বিভাগের এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অধীন দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজের সার্জারি বিভাগের জন্য ১৫৫টি ক্যাডার পদ (অধ্যাপক-১৩, সহযোগী অধ্যাপক-৫২, সহকারী অধ্যাপক-৯০) রাজস্ব খাতে স্থায়ীভাবে সৃজনে কয়েকটি শর্তে জ্ঞাপন করা হলো।

আরও পড়ুন

শর্তগুলো হলো—

১.
ক্যাডার পদগুলো স্থায়ীভাবে সৃজিত হবে এবং ক্যাডার পদগুলো সৃজনে প্রধানমন্ত্রীর অনুমোদন গ্রহণ করতে হবে ও সংশ্লিষ্ট কম্পোজিশন অ্যান্ড ক্যাডার রুলে এ বিষয়ে প্রয়োজনীয় সংশোধনী আনয়ন করতে হবে।

২.
প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির সুপারিশ গ্রহণ করতে হবে।

৩.
অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ কর্তৃক নির্ধারিত বা যাচাইকৃত বেতন স্কেলে যথাযথভাবে অনুসরণ করতে হবে।

আরও পড়ুন

৪.
প্রশাসনিক মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক যাবতীয় আনুষ্ঠানিকতা পালনপূর্বক পদ সৃজনের জিও জারি করে জারিকৃত জিওর চার কপিতে অর্থ বিভাগের পৃষ্ঠাঙ্কন গ্রহণ করতে হবে।

৫.
অর্থ বিভাগ কর্তৃক পৃষ্ঠাঙ্কনকৃত জিওর এক কপি সংশ্লিষ্ট চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কার্যালয়ে প্রেরণ এবং এক কপি জিও–সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী অফিসে সংরক্ষণ করতে হবে।

৬.
মন্ত্রণালয়, বিভাগ বা অফিসের বিদ্যমান টিওঅ্যান্ডইতে নতুন সৃজিত পদ স্থায়ী হিসেবে চিহ্নিতকরণপূর্বক অন্তর্ভুক্ত করে টিওঅ্যান্ডই হালনাগাদ করতে হবে এবং হালনাগাদকৃত টিওঅ্যান্ডইর এক কপি অর্থ বিভাগে প্রেরণ করতে হবে।

আরও পড়ুন
৩৭ মেডিকেলে ১৫৫ নতুন পদের প্রজ্ঞাপন.pdf

৭.
যে তারিখে প্রশাসনিক মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক পদ সৃজনের জিও জারি করা হবে, সে তারিখ থেকে পদটি সৃজিত বলে গণ্য হবে।

৮.
বিসিএস স্বাস্থ্য ক্যাডারের নিয়োগবিধিতে এসব পদনাম ও নিয়োগযোগ্যতা অন্তর্ভুক্ত করতে হবে।

৯.
ক্যাডার শিডিউলে বিষয়ভিত্তিক পদনাম সংযোজনের আগে সৃজিতব্য পদে পদায়ন বা পদোন্নতি প্রদান করা যাবে না।

১০.
সার্জারি বিষয়ে বিদ্যমান পদ এবং সৃজনে সম্মতিপ্রদত্ত সব পদের সমন্বয়ে প্রতিষ্ঠানগুলোর সাংগঠনিক কাঠামো হালনাগাদ করে নিতে হবে।
১১.
জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক আরোপিত শর্তাবলি যথাযথভাবে প্রতিপালন করতে হবে।