নতুন শিক্ষাক্রম, নৈপুণ্য অ্যাপে মূল্যায়নের তথ্য এন্ট্রিতে যে যে নির্দেশনা মাউশির
নতুন শিক্ষাক্রমে এবার ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষার পরিবর্তে ‘বার্ষিক সামষ্টিক মূল্যায়নে’ অংশ নিয়েছে। শিক্ষার্থীদের মূল্যায়নের তথ্য ‘নৈপুণ্য’ অ্যাপে ইনপুট দেবেন শিক্ষকেরা। সেখানে স্বয়ংক্রিয়ভাবে সূচক পদ্ধতিতে মূল্যায়নের ফল তৈরি হবে। এ নৈপুণ্য অ্যাপেই শিক্ষার্থীদের ফল ও যাবতীয় তথ্য সংরক্ষণ করা থাকবে।
এদিকে শিক্ষার্থীদের মূল্যায়নে পারদর্শিতার নির্দেশক ও আচরণিক নির্দেশকের অর্জিত মাত্রার তথ্য নৈপুণ্য অ্যাপে কীভাবে অন্তর্ভুক্ত করতে হবে, সে বিষয়ে লিখিত নির্দেশনা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) প্রস্তুত করা এ নির্দেশনা গতকাল বুধবার প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে একটি ভিডিও নির্দেশনাও প্রকাশ করা হয়েছে।
মাউশির বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ নভেম্বর ২০২৩ শিক্ষাবর্ষের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের শিখনকালীন ও সামষ্টিক মূল্যায়ন শেষ হয়েছে। নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিক্ষার্থী মূল্যায়নের ট্রান্সক্রিপ্ট ও রিপোর্ট প্রণয়নের জন্য নৈপুণ্য অ্যাপ তৈরি করা হয়েছে। এ অ্যাপে রেজিস্ট্রি করা শিক্ষার্থীদের শিখনকালীন ও সামষ্টিক মূল্যায়নের পারিদর্শিতার নির্দেশক ও আচরণিক নির্দেশকে অর্জিত মাত্রা ১ ডিসেম্বর থেকে অ্যাপে ইনপুট দেওয়া যাচ্ছে। শিক্ষকদের ইনপুট দেওয়ার কাজে সহায়তার জন্য একটি লিখিত নির্দেশনা ও একটি ভিডিও নির্দেশনার লিংক দেওয়া হয়েছে।
সব স্কুলের প্রধান শিক্ষকের কাছে পাঠানো এ নির্দেশনায় বলা হয়েছে, লিখিত নির্দেশনা ও ভিডিও লিংক অনুসরণ করে পারদর্শিতার নির্দেশক (পিআই) ও আচরণিক নির্দেশকগুলোর (বিআই) তথ্য ইনপুট দেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুরোধ করা হলো।
নৈপুণ্য অ্যাপে ফল প্রস্তুতের নির্দেশনা দেখতে ক্লিক করুন এখানে