বাউবিতে পাবলিক হেলথে মাস্টার্স, আবেদন ফি ১০০০ টাকা

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)
ফাইল ছবি

মাস্টার অব পাবলিক হেলথে শিক্ষার্থী ভর্তির সুযোগ দিচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ২০২৩ শিক্ষাবর্ষের ষষ্ঠ ব্যাচে শিক্ষার্থী ভর্তিতে অনলাইনে আবেদন আহ্বান করেছে। নিয়মিত শিক্ষার্থী ও চাকরিজীবী আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। ৩১ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।

আরও পড়ুন

আবেদনের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা

*হেলথ সায়েন্স/বায়োলজিক্যাল সায়েন্স/স্বাস্থ্যবিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডেন্টিস্ট, ব্যাচেলর অব নার্সিং, ফিজিওথেরাপি এবং ৩ বা ৪ বছর মেয়াদি সমাজবিজ্ঞান–বিষয়ক স্নাতকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা জিপিএ–২.৫ থাকতে হবে;

*মাস্টার অব পাবলিক হেলথ প্রোগ্রাম সম্পন্নের জন্য ইংরেজি ও কম্পিউটারে দক্ষ হতে হবে।

আরও পড়ুন

যেভাবে আবেদন

লিংকে প্রবেশ করে Offered Programs-এ ক্লিক করে Master of Public Health (MPH) প্রোগ্রামের পাশের Apply now বাটনে ক্লিক করে বিভিন্ন তথ্য প্রদান করতে হবে;

তথ্য যথাযথভাবে দিয়ে Next বাটনে ক্লিক করে নির্দিষ্ট সাইজের ছবি আপলোড করতে হবে;

Academic Record ধাপে শিক্ষাগত যোগ্যতার সব তথ্য পূরণ করতে হবে;

সব তথ্য দিয়ে ফরম পূরণের পর আপনার মুঠোফোনে এসএমএস এবং temporary user ID ও password আসবে।

Proceed to Payment বাটনে ক্লিক করে online payment gateway-এর যেকোনো একটি মাধ্যমে ফি জমাদানের মাধ্যমে আবেদন সম্পন্ন হবে।

আরও পড়ুন

আবেদন ফি

১,০০০ টাকা অনলাইন পেমেন্টের মাধ্যমে দিতে হবে।

ভর্তি–সম্পর্কিত তারিখ

ভর্তি পরীক্ষার (লিখিত) তারিখ ও সময়: ১১ আগস্ট ২০২৩, সকাল ১০টা থেকে বেলা ১১টা।

মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীর তালিকা প্রকাশ: ২১ আগস্ট ২০২৩।

মৌখিক পরীক্ষা: ২৩ থেকে ২৫ আগস্ট ২০২৩।

চূড়ান্ত ফলাফল প্রকাশ: ২৮ আগস্ট ২০২৩।

ওরিয়েন্টেশন ও ক্লাস শুরু: ২২ সেপ্টেম্বর ২০২৩।

ভর্তি পরীক্ষার বিষয়, নম্বর ও পদ্ধতি

স্বাস্থ্যবিষয়ক (৩০), পুষ্টি ও মাতৃস্বাস্থ্য (৩০), এপিডেমিওলজি ও পরিসংখ্যান (৩০), বাংলা ও ইংরেজির লিখন দক্ষতাসহ (১০) মোট ১০০ নম্বরের এমসিকিউ ও বর্ণনামূলক প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার ফলাফল হতে মৌখিক পরীক্ষার জন্য শিক্ষার্থী নির্বাচিত করা হবে।

ক্লাস কবে

মাস্টার অব পাবলিক হেলথ প্রোগ্রামে সব ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রতি শুক্রবার।

ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন, ক্লাস–সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে ক্লিক করুন তে।
লিংক